শাহীন খন্দকার: [২] লকডাউনে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম বাড়লেও ফুলকপি ও বাঁধাকপি আগের মতো ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল, চিচিঙ্গা কিনতেও ভোক্তাদের ৫০ টাকার ওপরে গুনতে হচ্ছে। শশা আগের সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
[৩] শাকের দাম তেমন বাড়েনি। লালশাক, পাট, কলমিশাক ও পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। পুঁই শাকের আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ডাটার দাম ২০ থেকে ৩০ টাকা।
[৪] বেগুনের কেজি ৫০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। লাউ ও শিমের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়েছে। পাশাপাশি পাকা টমেটোর কেজি ২৫ থেকে ৩৫ টাকা, যা গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকার মধ্যে ছিল।
[৫]সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ এমনিতেই কমে গেছে। এর সঙ্গে এখন লকডাউনের কারণে সবজির গাড়ি কম আসছে। এসব কারণেই সবজির দাম বেড়েছে।
[৬] ব্যবসায়ীরা প্রশ্নের উত্তরে আরও জানান বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরাই মাল কম পাঠাচ্ছেন। পচেঁ যাওয়া ও ঠিকমতো দাম না পাওয়ার আশঙ্কা থেকেই হয়তো ব্যাপারীরা মাল কম আনছেন।
[৭] ব্যবসায়ীরা ধারণা করছেন সহসা আর সবজির দাম কমবে না।
[৮] এদিকে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। তবে করোনায় বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিন ব্রয়লার মুরগি ছিল ১৫০ টাকা কেজি, সোনালী মুরগির দাম অবশ্য কমেছে। ৩৬০ টাকা কেজি বিক্রি হওয়া এই মুরগির দাম কমে ২৬০ থেকে ২৪০ টাকায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান