শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সাথে বাড়ছে সবজির দামও জানালেন ব্যবসায়ীরা

শাহীন খন্দকার: [২] লকডাউনে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম বাড়লেও ফুলকপি ও বাঁধাকপি আগের মতো ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল, চিচিঙ্গা কিনতেও ভোক্তাদের ৫০ টাকার ওপরে গুনতে হচ্ছে। শশা আগের সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

[৩] শাকের দাম তেমন বাড়েনি। লালশাক, পাট, কলমিশাক ও পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। পুঁই শাকের আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ডাটার দাম ২০ থেকে ৩০ টাকা।

[৪] বেগুনের কেজি ৫০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। লাউ ও শিমের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়েছে। পাশাপাশি পাকা টমেটোর কেজি ২৫ থেকে ৩৫ টাকা, যা গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকার মধ্যে ছিল।

[৫]সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ এমনিতেই কমে গেছে। এর সঙ্গে এখন লকডাউনের কারণে সবজির গাড়ি কম আসছে। এসব কারণেই সবজির দাম বেড়েছে।

[৬] ব্যবসায়ীরা প্রশ্নের উত্তরে আরও জানান বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরাই মাল কম পাঠাচ্ছেন। পচেঁ যাওয়া ও ঠিকমতো দাম না পাওয়ার আশঙ্কা থেকেই হয়তো ব্যাপারীরা মাল কম আনছেন।

[৭] ব্যবসায়ীরা ধারণা করছেন সহসা আর সবজির দাম কমবে না।

[৮] এদিকে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। তবে করোনায় বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিন ব্রয়লার মুরগি ছিল ১৫০ টাকা কেজি, সোনালী মুরগির দাম অবশ্য কমেছে। ৩৬০ টাকা কেজি বিক্রি হওয়া এই মুরগির দাম কমে ২৬০ থেকে ২৪০ টাকায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়