শিরোনাম
◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাজধানীর যত্রতত্র নানা রঙের মাস্ক বিক্রি হচ্ছে

শাহীন খন্দকার: [২] এসব মাস্ক আদৌ স্বাস্থ্যসম্মত কী না প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। করোনা মহামারীতে ঢাকার ফুটপাত থেকে ওষুধের দোকানেই সীমাবদ্ধ নয় অনলাইনে লকডাউনে মাস্ক বেচা-কেনার হিড়িক পড়েছে। ফার্মেসিসহ বিভিন্ন শপিংমলে, পাড়া মহল্লার দোকান ও হাসপাতালের সামনে ফুটপাতে দেদারছে বিক্রি হচ্ছে নানা রঙের সূতি কাপড়ের এবং সার্জিক্যালসহ নাইনটি নাইন মাস্ক নামে।

[৩] এসব মাস্ক স্বাস্থ্যসম্মত কি না তার সঠিক উত্তর পাওয়া যায়নি বিক্রেতাদেরও কাছে থেকে। যত্রতত্র মাস্ক বিক্রি ও মান-সম্মত না হওয়ায় রয়েছে সংক্রমণ বাড়ার শঙ্কা। খাত সংশ্লিষ্টরা বলছেন, মানহীন মাস্কের ব্যবহার বন্ধ করতে না পারলে পরিস্থিতির পরিবর্তন হবে না। বরং স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হুমকির মুখে পড়বে মান-সম্মত মাস্কের বাজার।

[৪] এদিকে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সেতুর নিচেসহ চকবাজার,গুলিস্তান হকার মার্কেটসহ বিভিন্ন জায়গায় চলছে রমরমা পাইকারি মাস্কের বাজার। এসব বাজারে স্বাস্থ্যবিধির বালাই নেই। কিন্তু, রয়েছে স্বাস্থ্যপণ্যের সমারোহ।

[৪] দেশীয় সূতি ও গেঞ্জি কাপড়ের ছাড়াও চীন থেকে আসা মাস্ক হাঁকডাক করে বিক্রি করছে বিক্রেতারা। ব্যবসায়ীরা জানালেন, বিক্রির চাপ অনেক। বেশ কয়েকদিনের জমে থাকা পণ্য কয়েক ঘন্টার ব্যবধানে শেষ হয়ে গিয়েছে।

[৫] যে কোন বয়সের আর সাইজের মাস্ক এখানে বিক্রি হচ্ছে মানভেদে দুই টাকা থেকে ৫০ টাকা দরে। ব্যবসায়ী শুকুর মাহমুদ জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক্রমে তিনস্তরের সূতি কাপড়ের মাস্ক তৈরি করছেন তিনি। যার বাজার মূল্য পাইকারী ১০ টাকা থেকে ১৫ টাকায় বিক্রি করছেন। তবে ফ্যাশনাবল হলে এবং কাপড়টা উন্নত এবং দামি হলে সেক্ষেত্রে ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

[৬] ওষুধের দোকানগুলোতে তুলনামূলক মানসম্মত পণ্যের দেখা বেশি মিলে। বিক্রেতারা জানালেন, সংক্রমণ ঠেকাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। তবে, যত্রতত্র বিক্রি হওয়া মানহীন মাস্ক স্বাস্থ্যঝুকি বাড়াবে বলে সংশ্লিষ্টদের ধারণা। তাদের মতে, স্বাস্থ্যের পাশাপাশি ব্যবসার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়াচ্ছে এসকল নিয়ন্ত্রণহীন মাস্কের কারণে। তাই সংক্রমণ ঠেকাতে মানসম্মত মাস্ক বাজারজাত করার পক্ষে মতামতদেন মাস্ক ব্যাবসায়ীরা। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্টকতৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান ব্যবসায়ীরা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়