শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাজধানীর যত্রতত্র নানা রঙের মাস্ক বিক্রি হচ্ছে

শাহীন খন্দকার: [২] এসব মাস্ক আদৌ স্বাস্থ্যসম্মত কী না প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। করোনা মহামারীতে ঢাকার ফুটপাত থেকে ওষুধের দোকানেই সীমাবদ্ধ নয় অনলাইনে লকডাউনে মাস্ক বেচা-কেনার হিড়িক পড়েছে। ফার্মেসিসহ বিভিন্ন শপিংমলে, পাড়া মহল্লার দোকান ও হাসপাতালের সামনে ফুটপাতে দেদারছে বিক্রি হচ্ছে নানা রঙের সূতি কাপড়ের এবং সার্জিক্যালসহ নাইনটি নাইন মাস্ক নামে।

[৩] এসব মাস্ক স্বাস্থ্যসম্মত কি না তার সঠিক উত্তর পাওয়া যায়নি বিক্রেতাদেরও কাছে থেকে। যত্রতত্র মাস্ক বিক্রি ও মান-সম্মত না হওয়ায় রয়েছে সংক্রমণ বাড়ার শঙ্কা। খাত সংশ্লিষ্টরা বলছেন, মানহীন মাস্কের ব্যবহার বন্ধ করতে না পারলে পরিস্থিতির পরিবর্তন হবে না। বরং স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হুমকির মুখে পড়বে মান-সম্মত মাস্কের বাজার।

[৪] এদিকে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সেতুর নিচেসহ চকবাজার,গুলিস্তান হকার মার্কেটসহ বিভিন্ন জায়গায় চলছে রমরমা পাইকারি মাস্কের বাজার। এসব বাজারে স্বাস্থ্যবিধির বালাই নেই। কিন্তু, রয়েছে স্বাস্থ্যপণ্যের সমারোহ।

[৪] দেশীয় সূতি ও গেঞ্জি কাপড়ের ছাড়াও চীন থেকে আসা মাস্ক হাঁকডাক করে বিক্রি করছে বিক্রেতারা। ব্যবসায়ীরা জানালেন, বিক্রির চাপ অনেক। বেশ কয়েকদিনের জমে থাকা পণ্য কয়েক ঘন্টার ব্যবধানে শেষ হয়ে গিয়েছে।

[৫] যে কোন বয়সের আর সাইজের মাস্ক এখানে বিক্রি হচ্ছে মানভেদে দুই টাকা থেকে ৫০ টাকা দরে। ব্যবসায়ী শুকুর মাহমুদ জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক্রমে তিনস্তরের সূতি কাপড়ের মাস্ক তৈরি করছেন তিনি। যার বাজার মূল্য পাইকারী ১০ টাকা থেকে ১৫ টাকায় বিক্রি করছেন। তবে ফ্যাশনাবল হলে এবং কাপড়টা উন্নত এবং দামি হলে সেক্ষেত্রে ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

[৬] ওষুধের দোকানগুলোতে তুলনামূলক মানসম্মত পণ্যের দেখা বেশি মিলে। বিক্রেতারা জানালেন, সংক্রমণ ঠেকাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। তবে, যত্রতত্র বিক্রি হওয়া মানহীন মাস্ক স্বাস্থ্যঝুকি বাড়াবে বলে সংশ্লিষ্টদের ধারণা। তাদের মতে, স্বাস্থ্যের পাশাপাশি ব্যবসার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়াচ্ছে এসকল নিয়ন্ত্রণহীন মাস্কের কারণে। তাই সংক্রমণ ঠেকাতে মানসম্মত মাস্ক বাজারজাত করার পক্ষে মতামতদেন মাস্ক ব্যাবসায়ীরা। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্টকতৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান ব্যবসায়ীরা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়