শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুলের পক্ষে পোস্ট দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেইসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল আলালকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আল আলাল তার নিজের ফেইসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে  স্ট্যাটাসে লিখেন- ‘আরও একধাপ এগিয়ে আল্লামা মামুনুল হক। কোটি হৃদয়ে স্থান করে আবারও প্রমাণিত হলো তিনি এ যুগের সালাউদ্দিন আইয়ুবী, তোরা কি করবি’। মামুনুল হকের ছবি নিজের প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করেন।

বিষয়টি নজরে আসলে তাকে বহিষ্কার করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, হেফাজত নেতাকর্মীরা দেশব্যাপী তাণ্ডব ও নৈরাজ্য সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সব নেতাকর্মীরা।

তিনি বলেন, যারাই এসব দেশের শান্তি-শৃঙ্খল বিনষ্টকারীদের পক্ষে কথা বলবে, তারা আওয়ামী লীগের হতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়