শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুলের পক্ষে পোস্ট দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেইসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল আলালকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আল আলাল তার নিজের ফেইসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে  স্ট্যাটাসে লিখেন- ‘আরও একধাপ এগিয়ে আল্লামা মামুনুল হক। কোটি হৃদয়ে স্থান করে আবারও প্রমাণিত হলো তিনি এ যুগের সালাউদ্দিন আইয়ুবী, তোরা কি করবি’। মামুনুল হকের ছবি নিজের প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করেন।

বিষয়টি নজরে আসলে তাকে বহিষ্কার করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, হেফাজত নেতাকর্মীরা দেশব্যাপী তাণ্ডব ও নৈরাজ্য সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সব নেতাকর্মীরা।

তিনি বলেন, যারাই এসব দেশের শান্তি-শৃঙ্খল বিনষ্টকারীদের পক্ষে কথা বলবে, তারা আওয়ামী লীগের হতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়