তাহেরুল আনাম: [২] করোনা ভাইরাসের ২য় ধাপে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তির দিকে হলেও দিনাজপুরে এর কোন প্রভাব পরতে দেখা যায়নি। সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা দিলেও রাস্তা ও বাজারগুলোতে মানুষের গেদাগেদি অবস্থা দেখে মনে হয় দেশে কোন কিছু হয়নি । শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখার কোন মানসিকতাও দেখা যায়নি নাগরিকদের মাঝে।
[৩] এদিকে সারাদেশের ন্যায় দিনাজপুরেও করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ২৫০ শয়্যা জেনারেল হাসপাতালে এই ভাকসিন দেওয়ার মার্যক্রম শুরু হয়েছে
৮এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
[৪] হাসপাতাল সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের টিকা গ্রহণ করছে সাধারণ মানুষ। সকাল থেকে ৪টি বুথে দুপুর ৩টা প্রযন্ত ১৯৫ জন এই টিকা গ্রহণ করেছে। সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘন্টায় ১০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদিকে প্রথম ডোজ গ্রহণ করেছে ১ লাখ ৪ হাজার ৫শ ৫৬জন। সম্পাদনা: সাদেক আলী