শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের চর্তুথ দিনে রংপুরে বেড়েছে চাল, ডালসহ সবজির দাম, ক্রেতা আছে বিক্রি নেই

আফরোজা সরকার : [২] রমজান সামনে রেখে মাত্র চার দিনের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দরিদ্র ও হতদরিদ্র মানুষ জিনিসপত্রের দাম নিয়ে পড়েছে চরম বিপাকে।

[৩] রংপুর শহরের হাট-বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে সবজির সরবরাহ বেড়েছে।

[৪] রংপুরের বদরগঞ্জ বাজারের খুচরা সবজি ব্যবসায়ী ওয়াবাইদুল হক বলেন, লকডাউনের কারণে সব প্রকারের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে চার থেকে ৫টাকা করে।

[৫] চারদিন আগে সবজির দাম বির্ধারণ করা ছিলো- প্রতিকেজি আলু কাটিনাল আলু ১০ টাকা, দেশি আলু ১২টাকা, জলপাই আলু ২৮ টাকা, পটোল ৩৫ টাকা, করলা ২৫টাকা, চিচিঙ্গা ২৫ টাকা, বেগুন ১০টাকা, শসা ১৫ টাকা, বরবটি ৫০ টাকা, সজনা ৩৫ টাকা, টমেটো ১০ টাকা, গাজর ১৫টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

[৮] বৃহস্পতিবার প্রতিকেজি কাটিনাল আলু ১৪ টাকা, দেশি আলু ১৬টাকা, জলপাই আলু ৩০টাকা, পটল ৪২ টাকা, করলা ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, বেগুন ২০টাকা, শসা ২০ টাকা, বড়বটি ৫২ টাকা, সজনা ৪০ টাকা, টমেটো ১৫ টাকা, গাজর ৩০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

[৯] চাল ব্যবসায়ী বরুন চন্দ্র রায় বলেন, চালের দাম বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে বেড়েছে। ব্রি-২৮ চাল ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৬০০ টাকা, পাইজাম ২৯৫০ টাকা, মিনিকেট ২৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সম্পাদনা : হ্যাপি আক্তার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়