শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী হ্যান্ডবলের স্বর্ণ আনসারের

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার।

[৩] বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়। প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিলো ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা।

[৪] আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগমে একাই করেন ১০ গোল।

[৫] আসরে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেনেয়।

[৬] ম্যাচ শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

[৭] শেখ বশির আহমেদ মামুন বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রত্যেকটা গেমস খুবই সুন্দর ভাবে শেষ হচ্ছে। কোন প্রকার দূর্ঘটনা ছাড়া এতো বড় একটা গেম, এতো বড় একটা জজ্ঞ আল্লাহর বিশেষ রহমত ছাড়া শেষ করা সম্ভব হতো না। আমাদের অলিম্পিকের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা প্রতিটি সব যায়গায় ছুটে গিয়ে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের মেডিকেল কমিটি স্বাস্থ্য বিধি মেনে গেম আয়োজনে সহযোগিতা করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই।

[৮] গণমাধ্যমে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমি মিডিয়াকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে গেমসটাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে ,এটাই আমাদের মূখ্য উদ্দেশ্য ছিলো। আমরা সে জায়গটাতে সফল হয়েছি।

[৯] আমরা ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে গাড়ী করে খেলোয়াড়দের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। যে গাড়ীতে খেলোয়াড়দের পাঠানো হয়েছে সে গাড়ীর নাম্বার আমরা পুলিশ কন্ট্রোল বোর্ডে দিয়ে দিয়েছি। আমার মনে হয় এই লকডাউনের মধ্যেও কারো বাড়ি ফিরতে কোন সমস্যা হবে না।

[১০]আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। আমরা নিশ্চিত ছিলাম আমরাই সোনা পাব। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নেই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরেও আমরা বলবো অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়