শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানগর ডিবি(দক্ষিণ)র জালে প্রাইভেটকার ও ইয়াবাসহ দুই মাদক কারবারী

রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এক অভিযানে ২৮০০ পিস ইয়াবা ও ০১টি প্রাইভেট কার সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুস সালাম (২৮), পিতা-মোঃ দুলাল হোসেন, মাতা-লায়লী বেগম, তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার, সোনা ডাঙ্গা থানার হাকিম কমিশনার বাড়ী, বর্তমানে ঢাকার খিলগাঁও ,গোড়ান, পশ্চিম মাদারটেক এলাকায় বসবাস করে, অপর জন ঢাকার সাভার থানার শ্রীপুর এলাকার মোঃ হাসান প্রকাশ ডিবি হাসান (৪২), তার পিতা-আব্দুল জালাল, মাতা-নুর নাহার। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার  মোহাম্মদ সালাম কবির এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়