রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এক অভিযানে ২৮০০ পিস ইয়াবা ও ০১টি প্রাইভেট কার সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুস সালাম (২৮), পিতা-মোঃ দুলাল হোসেন, মাতা-লায়লী বেগম, তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার, সোনা ডাঙ্গা থানার হাকিম কমিশনার বাড়ী, বর্তমানে ঢাকার খিলগাঁও ,গোড়ান, পশ্চিম মাদারটেক এলাকায় বসবাস করে, অপর জন ঢাকার সাভার থানার শ্রীপুর এলাকার মোঃ হাসান প্রকাশ ডিবি হাসান (৪২), তার পিতা-আব্দুল জালাল, মাতা-নুর নাহার। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।