শিরোনাম
◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানগর ডিবি(দক্ষিণ)র জালে প্রাইভেটকার ও ইয়াবাসহ দুই মাদক কারবারী

রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এক অভিযানে ২৮০০ পিস ইয়াবা ও ০১টি প্রাইভেট কার সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুস সালাম (২৮), পিতা-মোঃ দুলাল হোসেন, মাতা-লায়লী বেগম, তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার, সোনা ডাঙ্গা থানার হাকিম কমিশনার বাড়ী, বর্তমানে ঢাকার খিলগাঁও ,গোড়ান, পশ্চিম মাদারটেক এলাকায় বসবাস করে, অপর জন ঢাকার সাভার থানার শ্রীপুর এলাকার মোঃ হাসান প্রকাশ ডিবি হাসান (৪২), তার পিতা-আব্দুল জালাল, মাতা-নুর নাহার। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার  মোহাম্মদ সালাম কবির এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়