লিহান লিমা: [২] মহামারী সত্ত্বেও এই বছর বিশ্বের ধনীদের সম্পদ আরো বেড়েছে। অতি ধনীদের সম্পদ পূর্ববর্তী বছরের চেয়ে ৫ ট্রিলিয়ন ডলার বেড়েছে এবং সেই সঙ্গে অনেকেই অতি ধনীর তালিকায় নাম লিখিয়েছেন। এ বছর অতি ধনীর সংখ্যা ২ হাজার ৭৫৫ । তাদের সবার মোট সম্পদের মূল্য ১৩.১ ট্রিলিয়ন ডলার, যা ২০২০ সালের চেয়ে ৮ ট্রিলিয়ন ডলার বেশি। ফোর্বস
[৩]এই বছর নতুন ৪৯৩জন নতুন করে অতি ধনীর তালিকায় নাম লিখিয়েছেন। অর্থাৎ প্রতি ১৭ ঘণ্টায় বিলিয়নারের তালিকায় উঠে এসেছেন ১জন। এদের মধ্যে চীন ও হংকংয়ের ২১০জন ও যুক্তরাষ্ট্রের ৯৮জন।
[৪]অতিধনীর তালিকায় নতুন করে নাম লেখানো যুক্তরাষ্ট্রের নাভাদার মিরিয়াম অ্যাডেলসনের সম্পদ নতুন ধনীদের মধ্যে শীর্ষ (৩৮.২ বিলিয়ন)। নতুনদের তালিকায় নাম লেখানো বাকিরা হলেন ছবি ও টিভি প্রযোজক টেইলের পেরি, বাম্বল ডেটিং অ্যাম্পের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের কনিষ্ঠ নারী বিলিওনার উদ্যোক্তা হুইটনি উলফ হের্ড, পেমেন্ট অ্যাপ চেকআউট.কম এর প্রতিষ্ঠাতা গুলিয়ুম পৌসাজ।
[৫]এবারের তালিকায় থাকা ১০৬জনের বয়স ৪০-এর কম। এদের মধ্যে দুই-তৃতীয়াংশই নিজ উদ্যোগে বিলিয়নারের তালিকায় নাম লিখিছেন। সর্বকনিষ্ঠ বিলিয়নার উদ্যেক্তা যুক্তরাষ্ট্রের ২৬ বছরের তরুণ অস্টিন রাসেল। তিনি স্ট্যানফোর্ডের ড্রপআউট।
[৬]এবারের তালিকায় টানা চতুর্থ বারের মতো শীর্ষ ধনী হয়েছেন আমাজনের জেফ বেজোস, তার নিট সম্পদ ১৭৭ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ৬৪ বিলিয়ন ডলার বেশি।
[৭]১৫১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইলন মাস্ক। এক বছরের কিছুটা সময় আগেও ২৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার ৩১তম স্থানে ছিলেন তিনি। টেসলার শেয়ার ৭০৫ ভাগ বাড়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ বেড়েছে ১২৬.৪ বিলিয়ন ডলার।
[৮]ফ্রান্সের বিলাসবহুল পণ্য ব্যবসায়ী বার্নাড আরনাল্ট ১৫০ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। তার কোম্পানি এলভিএমএইচ শেয়ার ৮৬ শতাংশ বাড়ায় তার সম্পদ ৭৬ বিলিয়ন ডলার বেড়েছে। তিনি লুইস ভুইটন, ক্রিশ্চিয়ান ডিওর ও কসমেটিকস রিটেইলার সেফোরার মালিক।
[৯]চতুর্থ স্থানে থাকা বিল গেটসের সম্পদ ১২৪ বিলিয়ন ডলার।
[১০]৯৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন পঞ্চম স্থানে।
[১১]মার্কিন বহুজাতিক বিনিয়োগকারী কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের মালিক ওয়ারেন বাফেটের স্থান ষষ্ঠ (৯৬ বিলিয়ন ডলার)।
[১২]ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনের সম্পদ ৯৩ বিলিয়ন ডলার।
[১৩]অষ্টম স্থানে আছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ (৯১.৫ বিলিয়ন ডলার)।
[১৪]গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ৮৯ বিলিয়ন সম্পদ নিয়ে রয়েছেন নবম স্থানে।
[১৫]৮৪.৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্থান বৈশ্বিকভাবে দশম।