শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জে লকডাউনে জেলা প্রশাসকের কঠোর অবস্থান ! মাঠে ২৩ জন ম্যাজিষ্টেট

হবিগঞ্জ প্রতিনিধি: [২] আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু স্বাস্থবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। এ অবস্থায় করোনা সংক্রামন রোধের লক্ষে সরকার ৭ দিনের লকডাউন জারির ১ম দিন (৫ এপ্রিল) সোমবার দিনব্যাপি সারাজেলায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে ২০ টি ভাগে বিভক্ত হয়ে বিজ্ঞ ২৩ জন বিজ্ঞ ম্যাজিষ্টেট ভ্রাম্যমাণ আদালত এক সাথে পরিচালনা করেন। উক্ত ভ্রাম্যমাণ আদালতের সর্বক্ষনিক সহায়তায় ছিলেন"-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর বিশেষ টিম, জেলা পুলিশের বিশেষ টিম , বিজিবির বিশেষ টিমের সদস্যরা।

[৩] দিনব্যাপি পুরো জেলায় অভিযান পরিচালনা কালে সরকার পক্ষ থেকে জারিকৃত প্রজ্ঞপনের নিয়মাবলী অমান্য করে স্বাস্থবিধি না মানা, গণ-পরিবহনে যাতায়াত/অতিরিক্ত যাত্রী নিয়ে ও লকডাউনের বিধি-নিষেধ না অমান্য সহ বিভিন্ন অপরাধে ২০টি ভ্রাম্যমাণ আদালতে ১০৮টি মামলায় ৬৫ হাজার ৩৫০ টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়াও যারা

[৪] লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে ব্যাবসা প্রতিষ্টান পরিচালনা করছিল তাদের ব্যাবসা প্রতিষ্টান বন্ধ করে দেওয়া হয় এবং সকলকে

[৫] লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থবিধি মেনে চলাফেরা করার জন্য সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করা হয়। অন্যথাায় নির্দেশনা অমান্য করলে করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে লক-ডাউনে জন্য জারিকৃত বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা প্রশাসক ইশরাত জাহানের সাথে যোগাযোগ করলে সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি হবিগঞ্জ জেলাবাসী সকলের প্রতি আহবান জানিয়ে বলেন শুধু মাত্র প্রসাশনের ভ্রাম্যমাণ বা তদারকি করে সঠিকভাবে সকল প্রকার সেবা প্রদান অনেক কঠিনতর।

[৬] তিনি হবিগঞ্জ জেলাবাসী সকলের প্রতি অনুরোধ করেন নিজের সুরক্ষা নিজেকে নিজ দায়িত্ব মনে পালন করতে হবে, তা না হলে এই মহামারী করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সকল প্রকার চেষ্টা প্রশাসন এর পক্ষ থেকে চলমান থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়