শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের গাড়ি ভাঙচুরের ভিডিওটি ‘গুজব’ (ভিডিও)

নিউজ ডেস্ক : সম্প্রতি পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই গাড়ি ভাঙচুরের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সময়নিউজ

ডিএমপি জানিয়েছে, রেডিওগুলিস্তানডটকম (Radiogulistan.com) নামের একটি ফেসবুক পেজ থেকে এক বছর আগের ওই ভিডিওটি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে।

রেডিওগুলিস্তানের ওই পেজে আপলোড দেয়া ভিডিওতে দেখা যায়, রাজধানীর দক্ষিণখান থানায় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে, লকডাউনের প্রতিবাদে ভাঙচুর চালানো হচ্ছে পুলিশের ওই গাড়িতে। অথচ ওই ভিডিওটি এক বছরের পুরনো।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরোনো একটি ভিডিও যা ২০২০ সালের। ওই ভিডিও চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। যে বা যারা এসব করেছে পুলিশ তাদের ব্যাপারে তদন্ত শুরু করেছে।

প্রকৃত ঘটনা তুলে ধরে ডিএমপি বিবৃতিতে জানায়, রেডিওগুলিস্তানের পেজে আপলোড দেয়া ওই ভিডিওটি পুরোনো। গত বছরের ১৩ মে দক্ষিণখান এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে গিয়ে স্থানীয় এক নারীর সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। সে সময় ওই নারীর সহযোগীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে ও পুলিশের ওপর আক্রমণ করে। তাদের আক্রমণে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

এ ঘটনার পর পুলিশ বাদি হয়ে ওই নারীসহ ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে দক্ষিণখান থানায়। এমনকি ওই মামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয়া হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, এমন একটি ঘটনার পুরোনো একটি সংবাদকে নতুন শিরোনাম দিয়ে মিথ্যাচারের চেষ্টাকে প্রতিহত করতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়