শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জান্তা সরকারের বিরুদ্ধে মিয়ানমারের জনতার প্রতিবাদ অব্যাহত, জরুরি বৈঠক ডেকেছে আসিয়ান

লিহান লিমা: [২] সোমবারও জান্তা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমারের বিক্ষোভকারীদের রাস্তায় নেমে গণতন্ত্রের দাবিতে স্লোগান দিতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীরা এদিন দেশটির নাগরিকদের গণকরতালি দিয়ে প্রতীকি প্রতিবাদ করার ডাক দিয়েছে।

[৩] এ পর্যন্ত অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে ৪৭ শিশুসহ ৫৬৪জন নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। রাজপথে বিক্ষোভ দমন করতে ধর-পাকড় অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রেখেছে জান্তা সরকার।

[৪] দেশটির বর্তমান এই পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আসিয়ান সদস্য দেশগুলো (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মিয়ানমার, ব্রুনাই, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম)।

[৫] ইন্দোনেশিয়ার জার্কাতায় এই বৈঠক আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন আহমেদ ও ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়া। তবে যেহেতু এই গ্রুপে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি রয়েছে তাই মিয়ানমার জান্তার বিরুদ্ধে আসিয়ান কতটা ব্যবস্থা নিতে পারবে তা স্পষ্ট নয়।

[৬] এছাড়া মিয়ানমার সেনাবাহিনী বৈদেশিক নিষেধাজ্ঞা তোয়াক্কা করছে না। জাতিসংঘের মুখপাত্র স্কারনার বার্গনারের দেয়া ‘রক্তপাতে’র সতর্কবার্তাকে উপেক্ষা করে দেশটির জান্তা সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের এমন মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য সংস্থাটির নীতির সর্ম্পূণ বিপরীত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়