শিরোনাম
◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম

মিলটন খন্দকার: [২] গত ১৮ ফেব্রুয়ারি তিনি গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়ে ছিলেন। সম্প্রতি তাঁর ঠান্ডা কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত রবিবার নমুনার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়।

[৩] বর্তমানে তিনি সরকারি বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে জুম অ্যাপসের মাধ্যমে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক সমাপনী বক্তব্য প্রদানকালে তাঁর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সকলকে অবহিত করেন। তিনি সকলের নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সভায় গাজীপুরের সিভিল সার্জনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৫] গাজীপুরের সিভিল সার্জন মো: খাইরুজ্জামান জানান, গত ২৪ঘন্টায় গাজীপুরে ২৭২ জনে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ এসেছে। এ যাবৎ গাজীপুরে ৮হাজার ৩৭জন করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৩৬৬জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১জন মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়