শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম

মিলটন খন্দকার: [২] গত ১৮ ফেব্রুয়ারি তিনি গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়ে ছিলেন। সম্প্রতি তাঁর ঠান্ডা কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত রবিবার নমুনার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়।

[৩] বর্তমানে তিনি সরকারি বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে জুম অ্যাপসের মাধ্যমে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক সমাপনী বক্তব্য প্রদানকালে তাঁর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সকলকে অবহিত করেন। তিনি সকলের নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সভায় গাজীপুরের সিভিল সার্জনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৫] গাজীপুরের সিভিল সার্জন মো: খাইরুজ্জামান জানান, গত ২৪ঘন্টায় গাজীপুরে ২৭২ জনে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ এসেছে। এ যাবৎ গাজীপুরে ৮হাজার ৩৭জন করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৩৬৬জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১জন মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়