শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম

মিলটন খন্দকার: [২] গত ১৮ ফেব্রুয়ারি তিনি গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়ে ছিলেন। সম্প্রতি তাঁর ঠান্ডা কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত রবিবার নমুনার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়।

[৩] বর্তমানে তিনি সরকারি বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে জুম অ্যাপসের মাধ্যমে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক সমাপনী বক্তব্য প্রদানকালে তাঁর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সকলকে অবহিত করেন। তিনি সকলের নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সভায় গাজীপুরের সিভিল সার্জনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৫] গাজীপুরের সিভিল সার্জন মো: খাইরুজ্জামান জানান, গত ২৪ঘন্টায় গাজীপুরে ২৭২ জনে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ এসেছে। এ যাবৎ গাজীপুরে ৮হাজার ৩৭জন করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৩৬৬জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১জন মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়