শিরোনাম
◈ ‌সি‌লেট ও রাজশাহীর ম‌্যাচ দি‌য়ে শুক্রবার পর্দা উঠ‌ছে বিপিএলের ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট তীব্র হচ্ছে সহিংস বিক্ষোভে  ◈ পরবর্তী ৫ দিনে ঘন কুয়াশার শঙ্কা: বিমান–নৌ–সড়ক চলাচলে সতর্কতা ◈ মালদ্বী‌পের কাবা কা‌পে আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ ◈ ‌মে‌হে‌দি হাসান মিরাজ বি‌পিএ‌লে সি‌লেট দ‌লের অধিনায়ক  ◈ বিপিএল টেকনিক্যাল কমিটিতে মিনহাজুল আ‌বে‌দিন নান্নু  ◈ ঢাবিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা ◈ ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন ◈ আসন সমঝোতা নিয়ে চরম বিপাকে জামায়াত, ৩৪৮ আসন চায় শরিকরা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহুল দ্রাবিড়ের পরামর্শে আইপিএল খেলার দ্বিধা দূর করলেন চেতশ্বর পূজারা

স্পোর্টস ডেস্ক: [২] টেস্ট বিশেষজ্ঞ পরিচিতিতেই গত কয়েকটি আইপিএলে দল পাননি ক্লাসিক ব্যাটসম্যান চেতশ্বর পূজারা। সাত বছর পর এবার আইপিএল খেলবেন তিনি। তার আগে জানালেন, নতুন এই অভিযানে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পরামর্শ তার সকল সংশয় দূর করেছে।

[৩] এবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে পূজারাকে দলে নেয় মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। এতদিন পর দল পাওয়ার পেছনে কারণ তার খেলার ধরণ। সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আসা এই ব্যাটসম্যান সীমিত সংস্করণে খেলতে নামলেই সংশয়ে পড়তেন। অতিরিক্ত শট খেলার অভ্যাস না আবার নষ্ট করে দেয় তার আসল খেলা।

[৪] তবে দ্রাবিড় তাকে বোঝান, সহজাত দক্ষতা কখনই হারিয়ে যাবে না, শুরুতে যখন টি-টোয়েন্টি খেলা শুরু করি, মনে অনেক দ্বিধা ছিল। ভাবছিলাম, এরপর আমি টেস্ট ক্রিকেট ভাল খেলতে পারব তো? সেই দ্বিধা থেকেই আইপিএল খেলতে গিয়ে অনেক ভুল করতাম। তবে সেই সমস্যাটা মিটে গেছে। এবং সেটা রাহুল দ্রাবিড়ের পরামর্শে। রাহুল ভাই আমাকে বলেন, তুমি যতই বিভিন্ন ধরনের শট খেল তোমার স্বাভাবিক খেলা কখনই নষ্ট হবে না। তার এই কথা সব সময় মনে রাখি।

[৫] লম্বা সময় ধরে ভারতের ক্রিকেটে বিচরণ পূজারার। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর বাইরে লিস্ট-এ ক্রিকেটেও বেশ সফল তিনি। এবার দ্বিধা কাটিয়ে টি-টোয়েন্টিতেও রাজত্ব করতে চান, চেন্নাইর ট্রেনিং ক্যাম্পে এখন পূজারাকে বড় বড় ছক্কা মারতে দেখা যাচ্ছে। তিনিও আশাবাদী আইপিএলে অতিরিক্ত শট খেললেও টেস্টে নেমে ঠিকই আসল খেলাটা খেলতে পারবেন। ২০০৫-০৬ মৌসুমে আমি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করি। এরপর ১৫ বছর হয়ে গেল। আমার মনে হয় না টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট ভুলে যাব।- ডোইলি স্টার/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়