শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহুল দ্রাবিড়ের পরামর্শে আইপিএল খেলার দ্বিধা দূর করলেন চেতশ্বর পূজারা

স্পোর্টস ডেস্ক: [২] টেস্ট বিশেষজ্ঞ পরিচিতিতেই গত কয়েকটি আইপিএলে দল পাননি ক্লাসিক ব্যাটসম্যান চেতশ্বর পূজারা। সাত বছর পর এবার আইপিএল খেলবেন তিনি। তার আগে জানালেন, নতুন এই অভিযানে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পরামর্শ তার সকল সংশয় দূর করেছে।

[৩] এবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে পূজারাকে দলে নেয় মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। এতদিন পর দল পাওয়ার পেছনে কারণ তার খেলার ধরণ। সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আসা এই ব্যাটসম্যান সীমিত সংস্করণে খেলতে নামলেই সংশয়ে পড়তেন। অতিরিক্ত শট খেলার অভ্যাস না আবার নষ্ট করে দেয় তার আসল খেলা।

[৪] তবে দ্রাবিড় তাকে বোঝান, সহজাত দক্ষতা কখনই হারিয়ে যাবে না, শুরুতে যখন টি-টোয়েন্টি খেলা শুরু করি, মনে অনেক দ্বিধা ছিল। ভাবছিলাম, এরপর আমি টেস্ট ক্রিকেট ভাল খেলতে পারব তো? সেই দ্বিধা থেকেই আইপিএল খেলতে গিয়ে অনেক ভুল করতাম। তবে সেই সমস্যাটা মিটে গেছে। এবং সেটা রাহুল দ্রাবিড়ের পরামর্শে। রাহুল ভাই আমাকে বলেন, তুমি যতই বিভিন্ন ধরনের শট খেল তোমার স্বাভাবিক খেলা কখনই নষ্ট হবে না। তার এই কথা সব সময় মনে রাখি।

[৫] লম্বা সময় ধরে ভারতের ক্রিকেটে বিচরণ পূজারার। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর বাইরে লিস্ট-এ ক্রিকেটেও বেশ সফল তিনি। এবার দ্বিধা কাটিয়ে টি-টোয়েন্টিতেও রাজত্ব করতে চান, চেন্নাইর ট্রেনিং ক্যাম্পে এখন পূজারাকে বড় বড় ছক্কা মারতে দেখা যাচ্ছে। তিনিও আশাবাদী আইপিএলে অতিরিক্ত শট খেললেও টেস্টে নেমে ঠিকই আসল খেলাটা খেলতে পারবেন। ২০০৫-০৬ মৌসুমে আমি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করি। এরপর ১৫ বছর হয়ে গেল। আমার মনে হয় না টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট ভুলে যাব।- ডোইলি স্টার/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়