শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহুল দ্রাবিড়ের পরামর্শে আইপিএল খেলার দ্বিধা দূর করলেন চেতশ্বর পূজারা

স্পোর্টস ডেস্ক: [২] টেস্ট বিশেষজ্ঞ পরিচিতিতেই গত কয়েকটি আইপিএলে দল পাননি ক্লাসিক ব্যাটসম্যান চেতশ্বর পূজারা। সাত বছর পর এবার আইপিএল খেলবেন তিনি। তার আগে জানালেন, নতুন এই অভিযানে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পরামর্শ তার সকল সংশয় দূর করেছে।

[৩] এবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে পূজারাকে দলে নেয় মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। এতদিন পর দল পাওয়ার পেছনে কারণ তার খেলার ধরণ। সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আসা এই ব্যাটসম্যান সীমিত সংস্করণে খেলতে নামলেই সংশয়ে পড়তেন। অতিরিক্ত শট খেলার অভ্যাস না আবার নষ্ট করে দেয় তার আসল খেলা।

[৪] তবে দ্রাবিড় তাকে বোঝান, সহজাত দক্ষতা কখনই হারিয়ে যাবে না, শুরুতে যখন টি-টোয়েন্টি খেলা শুরু করি, মনে অনেক দ্বিধা ছিল। ভাবছিলাম, এরপর আমি টেস্ট ক্রিকেট ভাল খেলতে পারব তো? সেই দ্বিধা থেকেই আইপিএল খেলতে গিয়ে অনেক ভুল করতাম। তবে সেই সমস্যাটা মিটে গেছে। এবং সেটা রাহুল দ্রাবিড়ের পরামর্শে। রাহুল ভাই আমাকে বলেন, তুমি যতই বিভিন্ন ধরনের শট খেল তোমার স্বাভাবিক খেলা কখনই নষ্ট হবে না। তার এই কথা সব সময় মনে রাখি।

[৫] লম্বা সময় ধরে ভারতের ক্রিকেটে বিচরণ পূজারার। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর বাইরে লিস্ট-এ ক্রিকেটেও বেশ সফল তিনি। এবার দ্বিধা কাটিয়ে টি-টোয়েন্টিতেও রাজত্ব করতে চান, চেন্নাইর ট্রেনিং ক্যাম্পে এখন পূজারাকে বড় বড় ছক্কা মারতে দেখা যাচ্ছে। তিনিও আশাবাদী আইপিএলে অতিরিক্ত শট খেললেও টেস্টে নেমে ঠিকই আসল খেলাটা খেলতে পারবেন। ২০০৫-০৬ মৌসুমে আমি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করি। এরপর ১৫ বছর হয়ে গেল। আমার মনে হয় না টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট ভুলে যাব।- ডোইলি স্টার/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়