শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর নির্বিচারে হামলার প্রতিবাদে 'সাংবাদিক সংহতি'

এএইচ রাফি: [২] গত ২৮ মার্চ হেফাজতের হরতালের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব,বঙ্গবন্ধুর ম্যুরাল সহ সরকারি-বেসরকারি স্থাপনা ভাংচুর-অগ্নি সংযোগ ও প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি সহ সাংবাদিকদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সংহতি শিরোনামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সহ বিভিন্ন উপজেলার শতাধিক সাংবাদিক অংশ নেয়।

[৪] ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো.মনির হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

[৫] সাংবাদিক সংহতি সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন,হেফাজতের মূল টার্গেট মোদির সফর নয়,তাদের মূল টার্গেট হলো বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে আছে এবং উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে তা।

[৬] মোদির বিরোধীতার নামে যারা ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালিয়েছে তারা দেশ,স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী। হেফাজতের তান্ডবকারীদের রাষ্ট্রদ্রোহিতার আইনে বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান এই সাংবাদিক নেতা।

[৭] তিনি আরো বলেন,জাতির পিতা জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে হেফাজতের তান্ডব এ দেশের স্বাধীনতাকেই চ্যালেঞ্জ করা। হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালিয়ে তাদের শক্তি প্রদর্শন করেছে। তিনি আরো বলেন,শেখ বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন,পৃথিবীর বুকে মাঁথা উঁচু করে দাঁড়াচ্ছে তা তাদেরই ভালো লাগে না যাদের আমরা একাত্তরে পরাজিত করেছিলাম। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়