রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কুস্তি ডিসিপ্লিনে পুরুষদের বিভাগে তৃতীয় ও শেষ দিনে রোববার ৪ এপ্রিল চারটি ইভেন্টের ফল নিষ্পত্তি হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
[৩] আনসারের ঝুলিতে রয়েছে ৫টি সোনা, ২টি করে রুপা ও ব্রোঞ্জ। এরপরেই আছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের অর্জন ৪টি সোনা, ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ। বাংলাদেশ পুলিশ হয়েছে তৃতীয়। ১টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ পেয়েছে তারা।
[৪] ৭৯ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের শেখ শিপন স্বর্ণ পদক জিতেছেন। বাংলাদেশ পুলিশের তানবীর ইসলাম রুপা পেয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের আল-রাজিব ও খুলনার মানিক ব্রোঞ্জ জিতেছেন।
[৫] ৮৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ পুলিশের কামরুজ্জামান স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর রাজু ইসলাম রুপা পেয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার ইয়ামিন ও বর্ডার গার্ড বাংলাদেশের শরৎ চন্দ্র রায়।
[৬] ৯২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের খান রাকিবুল ইসলাম স্বর্ণপদক জিতেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের শাহিনুর রুপা পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শাহেদ আলী ও বাংলাদেশ পুলিশ দলের আলম মুন্সী জিতেছেন ব্রোঞ্জ।