লিহান লিমা: [২] রোববার ইস্টার সানডেতে মিয়ানমারের বিদ্রোহী জনতা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ইস্টারের ডিম ব্যবহার করেন। তারা ডিমের ওপর ‘আমরাই জিতবো’, ‘সেনাবাহিনী দূর হও’, ‘বসন্ত বিপ্লব’ ইত্যাদি বার্তা লিখে দেন। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে প্রকাশ্য স্থানে ফুল রেখে দিয়েও প্রতিবাদ জানান। রয়টার্স
[৩] মিয়ানমারের ১০টি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী জান্তা বিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। শনিবার ভার্চুয়াল এক বৈঠকে মিলিত হয়ে এই গোষ্ঠীগুলোর প্রধানরা একযোগে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। শান রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীর প্রধান জেনারেল ইয়ার্ড শের্ক বলেন, ‘সেনা কাউন্সিলের নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা ১০টি গোষ্ঠি সেনাতন্ত্র বন্ধে জনগণের দাবির সঙ্গে রয়েছি। ফ্রান্স ২৪
[৪] গত দুই মাস ধরেই মিয়ানমারের পোশাক শ্রমিক, ব্যংক কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রেলওয়ে কর্মীরা কাজ বন্ধ রেখে ‘নীরব প্রতিবাদ’ অব্যাহত রেখেছেন।
[৫] এর আগে গত সপ্তাহে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত দেশটিতে গৃহযুদ্ধ ও রক্তপাতের আশঙ্কা ব্যক্ত করেন। দেশটিতে এখন পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে ৫৫৭ জনের বেশি নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৮’শ। প্রতিবাদ দমনে সেনাবাহিনী শুক্রবার থেকে ইন্টারনেট সম্পূর্ণরুপে বন্ধ করে রেখেছে। প্রায় ৪০জন সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও তারকা, মডেল, শিল্পী ও অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জান্তা সরকার দেশটির গণমাধ্যমগুলো ও সাংবাদিকদের ‘অভ্যূত্থান’, ‘জান্তা’, ‘একনায়ক’ শব্দগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম সিলগালা করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৫৬জন সাংবাদিক। টাইমস
[৬] নিরাপত্তা বাহিনী রাতভর রাস্তায় টহল দিচ্ছে, ফাঁকা গুলি বর্ষণ করে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাখছে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে।