মাহিন সরকার: [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের শুটিং ইভেন্ট থেকে স্বর্ণ জিতেছেন তুরিং দেওয়ান, আনজিলা আমজাদ ও নুরউদ্দিন সেলিম।
[৩] গুলশান শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার পিস্তল মহিলা জুনিয়র ইভেন্টে স্বর্ণ জিতেছেন নেভী শ্যূটিং ক্লাবের তুরিং দেওয়ান। ৫৪৮ স্কোর করে নেভী শ্যূটিং ক্লাবকে স্বর্ণ এনে দিয়েছেন এই শ্যূটার। নারায়াণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন ৫৪১ স্কোর গড়ে রৌপ্য জিতেছেন। মেহজাবীনের চেয়ে এক স্কোর কম গড়ে ব্রোঞ্জ জিতেছেন নেভী শ্যূটিং ক্লাবের আশিফা খাতুন।
[৪] ১০ মিটার এয়ার পিস্তল মহিলা সিনিয়র বিভাগে আর্মি শ্যূটিং এসোসিয়েশনের আনজিলা আমজাদ ৫৬৯ স্কোর করে স্বর্ণ জিতেছেন। নেভী শ্যূটিং ক্লাবের আরমিন আশা ৫৬৩ স্কোর নিয়ে রৌপ্য জিতেছেন। আরদিনা আখি ৫৬২ স্কোর করে কুষ্টিয়া রাইফেল ক্লাবকে ব্রোঞ্জ জিতিয়েছেন।
[৫] শুটিংয়ের স্কিট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। স্কিট ইভেন্টে চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরউদ্দিন সেলিম ১০০ স্কোর করে স্বর্ণ জিতেছেন। ৮৪ স্কোর করে আর্মি শুটিং এসোসিয়েশনের সাব্বির আহমেদ রৌপ্য ও ৭৪ স্কোর নিয়ে দিনাজপুর রাইফেল ক্লাবের শিবলি সাদিক ব্রোঞ্জ পদক জেতেন।