শাহীন খন্দকার, সারোয়ার জাহান: [২] দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৯৩তম দিনে রেকর্ড ৭ হাজার ৮৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন ৫৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।
[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সংবাদ বিজ্ঞপ্তিতে জানালেন, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।
[৪] সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৬ লাখ ৮৮ হাজার চার হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৮ হাজার ৮৬৫টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি নমুনা।
[৫] এর মধ্যে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ৭০৭ জনসহ মোট পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ।
[৬] গত ২৪ ঘণ্টায় যে ৫৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৪৫ জন পুরুষ ও আট জন নারী। তাদের মধ্যে ৫২ জনের হাসপাতালে ও একজনের বাড়িতে মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা ৯ হাজার ২৬৬। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ।