শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় পাওয়া যাচ্ছে মনিরুল ইসলামের প্রথম স্মৃতি গদ্য বই

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের লেখা ‘পীড়নে পীড়িত জীবন’ নামক একটি স্মৃতি গদ্য বই প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়। পেশাগত পরিচিতি ছাপিয়ে এবার লেখকের খাতায় নাম লেখালেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা পেশাগত পরিধির পাশাপাশি পুলিশিং ব্যবস্থা, অপরাধ, সন্ত্রাসবাদ ও সন্ত্রাস দমনের বিশেষায়িত কৌশল নিয়ে গবেষণা করেছেন।

বইটির নামকরণের স্বার্থকতা সম্পর্কে জানা যায়, পীড়ন আসলে পুলিশের পেশা থেকেই আসে। দৈনন্দিন দায়িত্ব পালনকালে প্রতিদিন পুলিশকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজকের পরিস্থিতি গতকালের পরিস্থিতির চেয়েও আলাদা। আর আগামীকালের পরিস্থিতি সম্পর্কে আজ হয়ত অনুমান করা যাবে। কিন্তু মিল থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। আসলে পেশার ঝুঁকিই পীড়নের অন্যতম উৎস।

‘পীড়নে পীড়িত জীবন’ গ্রন্থটি চিরায়ত বাংলায় সন্তানের ভবিষ্যত বিনির্মাণে মা-বাবার আত্মত্যাগ ও উৎকণ্ঠার সচিত্র হিসেবে উপস্থাপন। লেখক শৈশব স্মৃতিকে অবলম্বন করে অন্বেষণ করতে চান সামাজিক মানুষ হিসেবে বেঁচে থাকার রসদ। পারিবারিক অনুশাসন, আনুষ্ঠানিক শিক্ষা ও পেশাগত জীবনের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অঙ্কিত সামাজিক জীবনবোধের অনন্য প্রতিফলন ঘটেছে তার অতন্দ্র লেখনীতে।
পেশাগত বিচিত্র অভিজ্ঞতার আলোকে এ গ্রন্থে চিত্রিত হয়েছে খুব কাছ থেকে প্রত্যক্ষ করা হলি আর্টিসানের প্রাণঘাতী সন্ত্রাসী হামলা, বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে কৌশলগত ব্যবস্থাপনা, বৈশ্বিক পরিমÐলে ভ্রমণ ও কর্মপ্রবাহ।

সম্প্রতি করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত সুপ্রিয় সহকর্মীদের মারা যাওয়ার বিষয়টি প্রবলভাবে বিচলিত করায় মনিরুল ইসলামের গভীর শোক ও মর্মপীড়াও ছাপ রেখেছে এই গ্রন্থে।

‘পীড়নে পীড়িত জীবন’ এটি লেখকের প্রথম গ্রন্থ। বাইটি প্রকাশ করেছে শব্দশৈলী প্রকাশনা।

দীর্ঘ পেশাগত জীবনে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও সন্ত্রাস দমনের বিশেষায়িত ব্যবস্থা গ্রহণের একজন অগ্রসৈনিক হিসেবে অভিজ্ঞতালব্ধ নিবন্ধসমূহ এই গ্রন্থে প্রাঞ্জলরূপে বিধৃত হওয়ায় গ্রন্থটি বিপুল পাঠকপ্রিয়তা পাবে বর্লে আশা প্রকাশ করছেন শব্দশৈলী প্রকাশনার প্রকাশক ইফতেখার আমিন।

বইটি অমর একুশে বইমেলা ২০২১ এর সোহরাওয়ার্দী উদ্যানে শব্দশৈলীতে (স্টল ৫৭০) পাওয়া যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়