শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

নূর মোহাম্মদ: [২] সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন, করোনার বর্তমান পরিস্থিতির কারনে অনির্দিষ্ট কালের জন্য এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

[৩] তিনি বলেন, কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দলের প্রার্থীরা কেউ মনোনয়ন জমা দেননি। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে আবারও পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

[৪] এর আগে গত ১৮ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের জন্য গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দিন ধার্য ছিল। এদিকে বিএনপি সমর্থক আইনজীবীদের একটি প্যানেল শনিবার দল থেকে অনুমোদন দেওয়া হয়।

[৫] বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

[৬] বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে সরকার সমর্থক আইনজীবীদের সংখ্যা ১২ জন। আর বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা ২ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়