শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

নূর মোহাম্মদ: [২] সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন, করোনার বর্তমান পরিস্থিতির কারনে অনির্দিষ্ট কালের জন্য এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

[৩] তিনি বলেন, কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দলের প্রার্থীরা কেউ মনোনয়ন জমা দেননি। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে আবারও পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

[৪] এর আগে গত ১৮ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের জন্য গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দিন ধার্য ছিল। এদিকে বিএনপি সমর্থক আইনজীবীদের একটি প্যানেল শনিবার দল থেকে অনুমোদন দেওয়া হয়।

[৫] বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

[৬] বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে সরকার সমর্থক আইনজীবীদের সংখ্যা ১২ জন। আর বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা ২ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়