শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের মানিকপীর (রহ.) গণকবরস্থান ব্লক পদ্ধতিতে আধুনিকয়ানের কাজ চলছে

আবুল কাশেম : [২] উদ্যোগটি নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন তবে এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী ২০২২ সালের মধ্যে।

[৩] সিলেটের নগরবাসীর আর বেওয়ারীশ লাশ দাফনের জায়গা হচ্ছে হয়রত শাহ্ জালাল (রহ.) সফরসঙ্গী হিসেবে আরো ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হয়রত মানিকপীর (রহ.) মাজার টিলা কবরস্থানে। প্রতিদিন ওই টিলায় দাফন করা হয় লাশ ।

[৪] দীর্ঘ কয়েক বছর ধরে পুরো টিলায় লাশ দাফন করে আসছেন সিলেটের মানুষ, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় বেওয়ারীশ লাশ দাফন কার হয়। শৃঙ্খলাবৃদ্ধিতে লাশ দাফন না করায় কার লাশ কোথায় দাফন করা হয় ১৫ দিন পর চিনা মুশকিল হয়ে পড়ে। একটি কবরের উপর আরটি মাটি চাপা দেওয়া হতে দেখা যায়। ২০২০ সাল থেকে সিলেট সিটি কর্পোরেশন পাহাড় সমতলের কাজ হাতে নেয়।

[৫] সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়- এ.বি.সি.ডি.ই.এইচ ব্লাক তৈরি করে মোট ৮ টি ব্লক অথবা জোনে পুরো কবরস্থান ভাগ করা হবে। এই ৮টি ব্লকে থাকবে ৩২শ করব। তার মধ্যে (এ) ব্লকে থাকবে ৫৯০,(বি) ব্লকে ৩৭৯, (সি) ব্লকে ৫৯১, (ডি) ব্লকে ৫০১ (ই) ব্লকে ২৮৬, (এফ) ব্লকে ২০৭ টি, (জি)ব্লকে ৫৬৫ ও (এইচ) ব্লকে থাকবে ১০০ টি কবর। তাছাড়া সেই কবরগুলোতে বসানো হবে নাম্বার,আর এ নাম্বার দিয়ে খুব সহজে খুজে পাবে মৃত ব্যক্তির স্বজনরা তাদের আপন জনের কবর। পুরো টিলা সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন কাড়ার মতো। পাশাপাশি উন্নয়ন করা হচ্ছে মানিক পীর (রহ.) মাজার ও পুরো টিলার দেয়াল, লাইটি করা হচ্ছে ব্লক করা করবগুলো । এছাড়া মৃত ব্যক্তির গোছলের জায়গা করা হচ্ছে অত্যাধুনিক।

[৬] সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নূর আজিজু রহমান জানান, ৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়ে সিটি কর্পোরেশন পুরো কাজ সম্পন্ন হলে একটি আধুনিক কবরস্থানে পরিণত হবে।

[৭] সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মানিকপীর (রহ.) মাজার টিলায় কবরস্থান হবে বিজ্ঞান সম্মত এবং পরিকল্পিত। দেশের মধ্যে একটি দৃষ্টিনন্দন কবরস্থান হিসেবে নজর কাড়বে। ব্লক পদ্ধতিতে করব হলে নিজের আত্মীয় স্বজন ও আগামী প্রজন্ম জানতে কোথায় তাদের আপনজনের কবর হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়