শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

হারুন-অর-রশীদ: [২] সারাদেশব্যাপী সকাল ১০ টায় মেডিকেল কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হওয়া এ পরীক্ষা সকাল ১১ টায় শেষ হয়। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

[৩] সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, আমাদের কলেজে ১২৯৪ জন পরীক্ষার্থী এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ২১৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা সকাল ৮.৩০ মিনিট থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছি। এখানে মেডিকেল টিম ও আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে ।

[৪] এদিকে পরীক্ষার কেন্দ্র প্রধান প্রফেসর ডাঃ রতন কুমার সাহা বলেন, করোনা পজিটিভ পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা প্রায় শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি।

[৫] তিনি বলেন, এখন পর্যন্ত কোন পরীক্ষার্থীর অসুস্থতার খবর পাওয়া যায়নি তবে আমাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়