শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

হারুন-অর-রশীদ: [২] সারাদেশব্যাপী সকাল ১০ টায় মেডিকেল কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হওয়া এ পরীক্ষা সকাল ১১ টায় শেষ হয়। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

[৩] সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, আমাদের কলেজে ১২৯৪ জন পরীক্ষার্থী এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ২১৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা সকাল ৮.৩০ মিনিট থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছি। এখানে মেডিকেল টিম ও আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে ।

[৪] এদিকে পরীক্ষার কেন্দ্র প্রধান প্রফেসর ডাঃ রতন কুমার সাহা বলেন, করোনা পজিটিভ পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা প্রায় শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি।

[৫] তিনি বলেন, এখন পর্যন্ত কোন পরীক্ষার্থীর অসুস্থতার খবর পাওয়া যায়নি তবে আমাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়