শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দুই প্রেমিকার রশি টানাটানি

ইফতেখার আলম: [২] এনিয়ে এলাকার মানুষের মধ্যে নানা হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চরম বিবাদের জেরে গত মঙ্গলবার প্রেমিকা দুই নারীই আত্নহত্যার চেষ্টা চালান। পরে গুরুতর অবস্থায় তাদের দুইজনকেই রামেক হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া দরকার বলেও অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি থানা-পুলিশ পর্যন্তও গড়িয়েছে।

[৩] স্থানীয়দের অভিযোগ, তারেকের বিবাহিত এক স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তা সত্যেও তিনি বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা দুই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ওই দুই নারীর একজনের একটি মেয়ে সন্তান রয়েছে। আরেকজন নারীর রয়েছে ছেলে সন্তান। তারা তারেককে ছাড়া বিকল্প কিছুই ভাবতে পারছেন না।

[৪] এদিকে, হাসপাতালে একসাথে চিকিৎসাধীন থাকাকালে দুই প্রেমিকার একজন সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমি তারেককে চাই। আমি কিছুতেই তারেককে ছাড়তে পারবো না। এসময় ওই নারী তার পাশে চিকিৎসাধীন তারেকের আরেক প্রেমিকাকে বলেন, তুমি তারেককে ছেড়ে চলে যাও, তুমি যা চাইবে আমি তাই করবো। তাও তারেকের কাছ থেকে তুমি দূরে চলে যাও। এই দুই প্রেমিকা ছাড়াও বিভিন্ন এলাকায় তারেকের আরো কয়েকজন প্রেমিকা রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

[৫] স্থানীয়রা বলছেন, তারেক তার স্ত্রী ও দুই প্রেমিকাকে নিয়ে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হয়ে একে একে তাদের সকলের কাছেই ধরা খেয়েছেন।

[৬] এদিকে তারেকের দাবি, আমি দুই প্রেমিকার একজনকে সম্প্রতি বিয়ে করেছি। কিন্তু আরেকজনকে বিয়ে করিনি। তবে তিনি আদৌ তার এক প্রেমিকাকে বিয়ে করেছেন কিনা বা তার এ দাবির সত্যতা কতটুকু তা কোনো সূত্র থেকেই নিশ্চিত হওয়া যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়