শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. মঞ্জুরে খোদা: ৪৭ সালে দেশ বিভাগের অবৈজ্ঞানিক ধারণা-রুপরেখা ছিল এই উপমহাদেশের রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতা

ড. মঞ্জুরে খোদা: আমার এক হিন্দু বন্ধু বলেছিলেন, আমরা সংখ্যালঘু নয়, আমরা এখনো সংখ্যাগুরু, দেশবিভাগ বা সীমানার ধারণনাই আমাদের সংখালঘুতে পরিণত করেছে। নেতারা দেশকে ভাগ করেছে আমাদের সম্মতি না নিয়ে, তাদের ক্ষমতার সমীকরণে। মাঝখানে আমরা ভুক্তভূগি। দেশের সীমানার সাথে মানুষের দেশপ্রেমেরও পরিবর্তন ঘটে। আমরা যখন ভারতের অংশ ছিলাম তখন তাকেই ভালোবাসা ছিল আমাদের দেশপ্রেম। আমরা যখন পাকিস্তান হলাম তখন পাকিস্তানের প্রতি ভালবাসাই ছিল আমাদের দেশপ্রেম, আমরা যখন বাংলাদেশ হলাম তখন এই দেশটির প্রতি ভালবাসাই আমাদের দেশপ্রেম। এভাবেই সময়ের ব্যবধানে ও প্রয়োজনে পরিবর্তন হয় মানুষের দেশপ্রেমবোধ ও তার সংজ্ঞা। ‘মুসলিম লীগ নেতৃবৃন্দ শুধুমাত্র ইসলামের কথা বলে পাকিস্তান সৃষ্টি করেছিলেন। পাকিস্তানের কোনো রূপরেখা তাদের সামনে ছিল না। সমস্যা দেখা দিল পাকিস্তান সৃষ্টির পূর্বে। পাকিস্তান সৃষ্টি হলো মুসলমানদের স্বতন্ত্র বাসভূমির দাবীতে। বলা হলো- হিন্দু, মুসলমান দুই জাতি। তাদের সংস্কৃতি এবং কৃষ্টি আলাদা। তাদের একই সাথে বসবাস করা সম্ভব নয়। তাই এই দুই জাতির আলাদা দু’টি রাষ্ট্রের প্রয়োজন। কিন্তু পাকিস্তান প্রস্তাবে দুই রাষ্ট্রের হিন্দু ও মুসলমান জনগোষ্ঠী বিনিময়ের কোনো প্রস্তাব ছিল না। পাকিস্তান প্রস্তাব মতে, ভারত ভেঙে দু’টি রাষ্ট্র হলেও উভয় রাষ্ট্রে হিন্দু এবং মুসলমান উভয় জাতিই থাকবে। লোক বিনিময় হবে না।

পাকিস্তান প্রস্তাবের এটাই ছিল সবচেয়ে দূর্বল দিক। মুসলমানদের জন্যে স্বতন্ত্র রাষ্ট্র চাই। মুসলমানদের জন্যে ভারত ভেঙে পাকিস্তান করতে হবে। অথচ খন্ডিত ভারতবর্ষের ভারত অংশে ৬ কোটি মুসলমানকে হিন্দুদের সাথেই বসবাস করতে হবে। আবার হিন্দুদের সাথে এক সাথে বসবাস করা যাবে না, এই চুক্তিতে মুসলমানদের জন্যে স্বতন্ত্র রাষ্ট্র পাকিস্তান হলেও পূর্ববঙ্গে দেড় কোটি হিন্দু থেকে গেল। দেশ বিভাগের পূর্বে মুসলিম লীগ নেতা মোহাম্মাদ আলী জিন্নাহ’র কাছে এ প্রশ্নটি তুলেছিলেন ভারতীয় মুসলামনরা। এ কথার জবাব তিনি ভারতের মাটিতে দিলেন না। পাকিস্তান পৌঁছে জিন্নাহ বিমানবন্দরে বললেন, রাজনৈতিকভাবে কোনো মুসলামন এখন আর মুসলমান নয়, কোনো হিন্দু আর হিন্দু নয় কোনো হিন্দু নয়, সকলেই পাকিস্তানি। অর্থাৎ ভারতীয় মুসলামদের ভারতীয় নাগরিক হিসেবেই থাকতে হবে। পাকিস্তান প্রস্তাবকে তিনি জোড়াতালি দিয়ে বাঁচাতে চাইলেন। প্রকৃতপক্ষে এভাবে জোড়াতালি দিয়ে পাকিস্তান প্রস্তাবকে বারবার বাঁচিয়ে ভারতকে ভাগ করা হয়েছিল ১৯৪৭ সালে। ‘৪৭ সালে দেশ বিভাগের অবৈজ্ঞানিক ধারণা-রুপরেখা ছিল এই উপমহাদেশের রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতা। এই অঞ্চলের চলমান রাজনৈতিক সংঘাত-সহিংসতা ও বিশৃংখলার একটি বড় কারণ সেখানেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়