শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৩:৩৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ফ্যান ও এক বাতিতে বিদ্যুৎ বিল পৌনে ৫ লাখ টাকা!

ডেস্ক রিপোর্ট : গেল মার্চ মাসে একটি বাতি ও একটি ফ্যান চালিয়ে বিদ্যুতের বিল এসেছে ৪ লাখ ৭৩ হাজার ৭৫১ টাকা। এমন ভুতুড়ে বিল এসেছে মাগুরার মহম্মদপুরের পবিত্র কুমার বিশ্বাসের বাড়িতে। পল্লী বিদ্যুতের এমন বিলে হতবাক পরিবারটি। সময়টিভি

মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা পবিত্র কুমার বিশ্বাস। তার ওই বাড়িতে শুধুমাত্র বৃদ্ধ মা থাকায় পুরো মার্চ মাসে ব্যবহৃত হয়েছে একটি ফ্যান ও একটি বাতি। অথচ ওই মাসেই বিদ্যুৎ বিল এসেছে পৌনে ৫ লাখ টাকা।

জানা গেছে, ওই উপজেলার বেশিরভাগ মিটারে বিল এসেছে আগের তুলনায় অনেক বেশি। পল্লী বিদ্যুতের অফিসে অভিযোগ করেও কোন ফল পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ, বিদ্যুতের মিটার না দেখে আনুমান নির্ভর বিল করার কারণেই এসেছে এমন ভুতুড়ে বিল।

পবিত্র কুমার বিশ্বাসের বৃদ্ধ মা মিরারানী গণমাধ্যমকে জানান, তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথাক্রমে ৩৫০ টাকা ও ২৮৩ টাকা বিল এসেছে। অথচ মার্চ মাসে ধরিয়ে দেয়া হয়েছে পৌনে পাঁচ লাখ টাকার বিলের কাগজ।

তিনি আরও জানান, তাদের কোনও বকেয়া বিল নেই। আর ওই বাড়িতে উনি ছাড়া আর কেউ থাকেনও না। এমনকি ৬ মাস আগেও দেড় হাজার টাকার বিল এসেছিল। সেই টাকা অনেক কষ্ট করে পরিশোধ করেন বলেও অভিযোগ করেন পবিত্র কুমারের মা।

এ বিষয়ে মহম্মদপুর পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম রেজাউল করিম সংবাদমাধ্যমকে জানান, এটা তেমন কিছু না। কম্পিউটারে পোস্টিং দেয়ার সময় ভুল হয়েছে। বিলের কপি নিয়ে আসলে তা ঠিক করে দেয়ার কথাও জানান এজিএম রেজাউল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়