সারোয়ার জাহান: [২] মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার প্রীতিভোজ ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা . মুরাদ হাসান।
[৩] তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হেফাজত চক্র তাণ্ডবচালিয়ে দেশকে পিছিয়ে দিতে চায়। আগামীতে এ ধরণের কর্মকাণ্ড হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।
[৪] সাংবাদিকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা . মুরাদ হাসান বলেন, ‘যারা উন্নয়নের বিরোধিতা করেছেন তাদের প্রতিহত করতে হবে। গণমাধ্যমকে অস্থিতিশীল পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা . মুরাদ হাসান। সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার সভাপতি মোল্লা জালাল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল হাসান খানসহ অন্যান্যরা।