শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মিল্টনসহ গ্রেপ্তার ৯

রাজু চৌধুরী : [২] নগর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির মূলহোতাসহ চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।

[৩] উদ্ধার করা হয়েছে ২০টি মোটরসাইকেল।শনিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি বলেন, চোরদের টার্গেট থাকে মূলত ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আসা লোকদের মোটর সাইকেল।

[৪] ওসি নেজাম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এই চক্রের সদস্যরা মাত্র তারা ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যেই তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে নিয়ে যেতে পারে। কেউ মোটরসাইকেল রেখে গেলে চক্রের একজন মালিকের পিছু নিয়ে গতিবিধি লক্ষ্য করে আর অন্যজন মাস্টার চাবি দিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যান। আর এই চোর চক্রের মূলহোতা মিল্টন সরকার প্রকাশ ওরফে মিল্টন কুমার সাহা প্রকাশ ওরফে মো. সোহেল (৪৪)। কিশোরগঞ্জের ভৈরব উত্তরপাড়া দানিস মঞ্জিল প্রকাশ দায়েনসের বাড়ীর মৃত হারাধন সরকারের ছেলে সে। তবে বর্তমানে এই চোর পতেঙ্গার ফুলছড়ি পাড়া হুমায়ুনের বাড়িতে ভাড়া থাকে। প্রকাশের অন্যতম সহযোগী মেহেদী হাসান (১৯)।

[৫] কুমিল্লা নাঙ্গলকোর্ট উপজেলার মো. জালালের ছেলে মেহেদী মূলত মোটরসাইকেলের মিস্ত্রি। সে কদমতলীর বুলুর গ্যারেজে কাজ করে। থাকে মতিয়ার পুল আজিজের ভাড়া ঘরে। ওসি নেজাম উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আটমার্চিং কদমতলী মোড় এলাকা থেকে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টায় নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ মিলটন ও মেহেদী হাসানকে আটক করা হয়।

[৬] জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় এতে মোট ২০টি মোটরসাইকেল।চক্রের গ্রেপ্তার অন্য সদস্যরা হলো, মাহমুদুল হাসান (২৪), আনোয়ারুল ইসলাম (৩৭), রফিকুল ইসলাম রিপন (৩৮), মো. ওবায়দুল কাদের (৪২), মো. শাখাওয়াত হোসেন প্রকাশ ওরফে রুবেল হোসেন (২৫), শাহাদাত হোসেন সাজ্জাদ (২৭) ও মো. রিয়াজ (৩২)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়