শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ মারা গেছে আর নতুন শনাক্ত হয়েছে ৩৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭১ জন।
[৩] এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন। মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬জন। মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ২৪ নারী ১৫ জন। ঢাকা বিভাগে ২৮ চট্টগ্রামে ৫ রাজশাহীতে ২ জন। এদের মধ্যে হাসপাতালে ৩৯ জনের মৃত্যু হয়েছে।শনাক্ত পরীক্ষায় ১৪ দশমিক ৯০ সুস্থ্যতা ৯০ দশমিক ২২ মৃত্যু ১ দশমিক ৫০।
[৪] মৃতদের বয়স বিবেচনায় ৪১-৫০ এর মধ্যে ১ , ৫১ উর্ধ্ব ১০ আর ষাটউর্ধ্বো ২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আরও প্রকাশ সারা দেশে মোট শয্যা রয়েছে ৯৮৫৪ এর মধ্যে ভর্তি রোগি রয়েছে ৩৪২৫ আর খালি রয়েছে ৬,৪২৯টি। মোট আইসিইউ ৫৭৪ এর মধ্যে ভর্তি রোগি রয়েছে ৩৪৮ আর খালি রয়েছে ২২৬টি।
[৫] এছাড়াও সারাদেশে অক্সিজেন সিলিণ্ডারের সংখ্যা ১৩,৪৬২টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৯৭৪ এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৮২৯টি।