শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালে পোকা ধরেছে? সাত উপায়ে মিলবে সমাধান

ডেস্ক রিপোর্ট: অনেকেই রোজ রোজ বাজারে না গিয়ে অনেকদিনের বাজার একসঙ্গে করে রাখেন। মাছ, মাংস এবং অন্যান্য সবজির সঙ্গে চালও বেশি করে কিনে সংরক্ষণ করেন। তবে বেশিরভাগ মানুষই অনেকদিনের চাল একসঙ্গে কিনে রাখেন। আর এ কারণেই সবারই চালে পোকা ধরার বিষয়টি বেশ ভালোভাবেই জানা আছে।

যদিও চালে পোকা ধরা নতুন কোনো সমস্যা নয়। বিশেষ করে অনেক দিনের জন্য চাল একসঙ্গে কেনা হলে এই সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে এক এক করে পোকা বেছে ফেলা খুবই কষ্টকর। আবার পোকা ধরলে সে চাল নষ্ট তো হয়ই, পোকা বেছে সেই চাল রান্না করলেও সংক্রমণের ভয় থাকে। তাই এই সমস্যার হাত থেকে রেহাই পেতে জানা জরুরি পোকা তাড়ানোর কার্যকরী কিছু সহজ উপায়। এক্ষেত্রে একটু বুদ্ধি খাটালেই এই সমস্যার সমাধান মিলবে। চলুন তবে জেনে নেয়া যাক নিমিষেই চালের পোকা তাড়ানোর ঘরোয়া কৌশলগুলো-

> চালের কৌটোর আশপাশে কীটনাশক স্প্রে করে দিন। তাহলে আর চালে পোকা ধরার ভয় থাকবে না।

> চালের পরিমাণ অনেক হলে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এতে চাল অনেক দিন ভালো থাকবে।

> যে জায়গায় চাল রাখছেন, সেই জায়গাটি নিয়মিত পরিষ্কার করুন। চাল রাখার কৌটোটি কিছু সময় অন্তর পরিষ্কার করে নিন।

> চালে যদি পোকা লেগে যায়, তবে কৌটো ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪ থেকে ৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে।

> চাল সংরক্ষণ করার জন্য অবশ্যই এয়ার টাইট ফুড কন্টেইনার ব্যবহার করবেন। এতে চালে পোকা ধরার ভয় যেমন থাকে না, চাল স্যাঁতস্যাঁতে হওয়ার সম্ভাবনাও কমে।

> যদি চালের পাত্রে পোকা ধরেই যায়, তাহলে চালের পাত্রে কয়েকটি নিম পাতা বা তেজপাতা রেখে দিতে দিন। দেখবেন চালের পোকা পালিয়েছে। চালে পোকা না ধরলেও রাখতে পারেন। তাতে পোকা ধরার সম্ভাবনা থাকে না।

> অনেকেই চালের পোকা ধরলে রোদে শুকোতে দেন। এতে পোকা মরে যায় ঠিকই, কিন্তু সেই চালে আর ভালো ভাত হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে, কৌটোশুদ্ধ রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়