শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিচাঁদ ঠাকুরের উত্তরসুরী ৫ পরিবারের বসবাস ওড়াকান্দিতে

নিউজ ডেস্ক: হরিচাঁদ ঠাকুরের উত্তরসুরী পাঁচ পরিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে বসবাস করেছেন। এই ঠাকুর পরিবারগুলো লাখ লাখ মতুয়া সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করেন।

কাশিয়ানী উপজেলায় ঠাকুর পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার। ঠাকুর পরিবার থেকে বেশ কয়েকবার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঠাকুর পরিবারের ষষ্ঠ বংশধর হিমাংশুপতি ঠাকুরের ছেলে সুব্রত ঠাকুর।

এখন তিনি কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান। এর আগেও একবার তিনি এই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। কাশিয়ানী উপজেলার রামদিয়া কলেজ থেকে ভিসিও নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সুব্রত ঠাকুর বাংলাদেশ মতুয়া সংঘের সভাপতি।

সুব্রত ঠাকুরের মা সীমা রানি ঠাকুর বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাদিপতি। সুব্রত ঠাকুরের চাচাতো পদ্মনাভ ঠাকুর বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি। এছাড়া সুব্রত ঠাকুর আরও তিন চাচাতো ভাই অমিতাভ ঠাকুর, শিবু ঠাকুর ও শংকর ঠাকুর ওড়াকান্দিতে বসবাস করেন। এছাড়া ভারতের পশ্চিম বঙ্গেও ঠাকুর পরিবার একটি প্রভাবশালী পরিবার। সেখানেও হরিচাঁদ ঠাকুরের উত্তরসুরী পাঁচ পরিবার বসবাস করেন। ওই এলাকার নামও ঠাকুরনগর। ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী লাখ লাখ মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই মতুয়াদের নিয়ন্ত্রণ করেন ওই ৫ পরিবার। ঠাকুর পরিবারের পূর্বসুরীরা এখানে মন্ত্রী-এমপি ছিলেন। এখন ঠাকুর পরিবারের সপ্তম উত্তরসুরী শান্তনু ঠাকুর বনগাঁয়ের সংসদ সদস্য (এমপি)।

প্রতিবছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে কাশিয়ানীর ওড়াকান্দিতে স্নানোৎসব ও মহাবারুনী মেলা অনুষ্ঠিত হয়। ২শ বছরের অধিক সময় ধরে ওড়াকান্দির ঠাকুরবাড়ীতে এই স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত। এ স্নানোৎসবে সারাদেশ থেকে লাখ লাখ মতুয়াভক্ত যোগ দেন। ভারত, শ্রীলংকাসহ আশপাশের দেশ থেকেও মতুয়াভক্তরা এ স্নানোৎসবে যোগ দেন।

মূলত ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ও ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মতুয়াদের একটা অংশ ভারতে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের উত্তরসুরী সুব্রত ঠাকুর বাংলানিউজকে বলেন, আমার বাবার এক ভাই ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর শিষ্যদের নিয়ে পশ্চিমবঙ্গে চলে যান। এর উত্তরসূরীরা বর্তমানে সেখানে মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। - বাংলা নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়