শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশনের’ পর্দা উঠলো

নিউজ ডেস্ক: উপমহাদেশের দুই বরেণ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর জীবনীনির্ভর তথ্যচিত্রের ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করেছেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশনের’ পর্দা উন্মোচন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

পরে দুই প্রধানমন্ত্রী ডিজিটাল প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও সেখানে ছিলেন।

দুই প্রধানমন্ত্রীকে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর কিউরেটর ভারতীয় নাগরিক বিরাড ইয়াগনিগ।

প্রদর্শনীটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিন চলার পর এক মাসের জন্য জাতীয় শিল্পকলা একাডেমিতে স্থানান্তরিত হবে। পরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহরের প্রতিটিতে তিন সপ্তাহের জন্য চলবে।

সব শেষে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এক মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে ডিজিটাল প্রদর্শনীটি।

বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর, জাতীয় জাদুঘর, জাতীয় আর্কাইভ এবং মুজিববর্ষ উদযাপন কমিটিকে প্রদর্শনীতে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কিউরেটর ইয়াগনিগ।

প্রদর্শনী পরিদর্শন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌজন্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তার সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন। সেখানে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়