শিরোনাম
◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির আগমন উপলক্ষে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির সেজেছে নতুন সাজে

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যমুনা ও ইছামতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির সেজেছে নতুন সাজে।

মন্দিরের পুরোহিত দিলীপ মূখার্জী (৫০) জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঈশ্বরীপুরে আগমন উপলক্ষে মন্দির ও তৎসংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা সুষ্ঠু ও সুন্দরভাবে করা হয়েছে। সামনের নাটমন্দির ভরাট করে বসিয়ে দেয়া হয়েছে টাইলস। নরেন্দ্র মোদি শনিবারেই (২৭ মার্চ) আসবেন আমাদের মন্দিরে।

মন্দিরের অন্যতম সেবায়েত জ্যোতি চট্টোপাধ্যায় (৬৭) বলেন, শ্রমিকদের নিরন্তর পরিশ্রম, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ গণপ্রতিনিধিদের আন্তরিক ব্যবস্থাপনায় মন্দিরটি দৃষ্টিনন্দন অবয়বে দেখা যাচ্ছে। শিল্পীদের রং তুলির আঁচড়ে যশোরেশ্বরী কালীমন্দির অত্যন্ত পরিচ্ছন্নরূপে প্রতিভাত হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশের সকল ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার এ আগমন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করবে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, মন্দির ও রাস্তার কাজ শেষ হয়েছে। ডেকোরেশনের কাজ শেষের পথে। হেলিপ্যাড থেকে মন্দিরে আসার পথে বেত ও বাঁশের কারুকর্য দিয়ে সাজানো হয়েছে। র‌্যাবের বিশাল বহর টহল দিচ্ছে। ভারত ও বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে অত্যন্ত তৎপর। ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাসখ্যাত ঈশ্বরীপুরে আগমনে শ্যামনগরসহ সাতক্ষীরাবাসী তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাতে প্রস্তুত রয়েছে। - আমার সংবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়