শিরোনাম
◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান ◈ ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণগেল ২ যুবকের

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে ২ যুবক নিহত হয়েছেন। এতে বাসের অন্তত: ১০ যাত্রী আহত হন।

[৩] শুক্রবার (২৬ মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফাসিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের ফিরোজ কবির (৩০) ও একই গ্রামের মোহন মিয়া (২৮)।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের যাত্রিবাহী একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতলা বাজার এলাকায় উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইজিবাইক-সিএনজিকে চাপা দেয়। এতে ইজিবাইক ও সিএনজিতে থাকা দুই যুবক নিহত হন।

[৬] নিহতদের মধ্যে ফিরোজ সিএনজি চালিত অটোরিকশা চালক ও মোহন স্থানীয় শ্যামলী বেকারীর বিক্রয় প্রতিনিধি-ইজিবাইক চালক।

[৭] বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়