শিরোনাম
◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে শক্তিশালী দুই কেজি মাদক আইসসহ আটক এক

ফরহাদ আমিন:[২] কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকা থেকে শক্তিশালী দুই কেজি মাদক আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব১৫।

[৩] শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,বরইতলী এলাকার বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

[৪] এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।এসময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

[৫] পরে ধৃতের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে চীনের তৈরি দুইটি জলপাই রংয়ের গ্রিন-টি প্যাকেটের ভেতর দুই কেজি শক্তিশালী মাদক আইস/ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

[৬] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে পলাতক আসামির সহযোগিতায় সে দীর্ঘদিন ধরে মিয়ানমার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

[৭] উদ্ধারকৃত মাদকসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়