তাহমীদ রহমান: [২] মালবাহী জাহাজ আটকে মিসরের সুয়েজ খাল বন্ধ হওয়ার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।
[৩] অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ব্রেন্ট ক্রুডের মূল্য ৬ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে ৩ ডলার ৬৯ সেন্ট। ব্যারেলপ্রতি এর সর্বশেষ মূল্য দাঁড়িয়েছে ৬৪ ডলার ৪৮ সেন্ট। রয়টার্স,ইউএস নিউজ
[৪] অন্যদিকে, মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) ক্রুডের সরবরাহ মূল্য ৬ শতাংশ বা ৩ ডলার ৬৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের মূল্য দাঁড়িয়েছে ৬১ ডলার ২৫ সেন্টে।
[৫] এর আগের দাম ছিলো ব্যারেলপ্রতি ৬০ ডলারও নীচে। দুই সপ্তাহের কম সময়ে দাম কমেছিলো ১২ শতাংশ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল