শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রতিটি জার্সি বানাতে লেগেছে ১৫টি প্লাস্টিকের বোতল

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ১৪তম সংস্করণের আগে প্রস্তুতিতে ব্যস্ত প্রায় সব দল এবং স্কোয়াডের ক্রিকেটাররা। তবে, এরই মধ্যে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে চেন্নাই সুপার কিংস।

[৩] বুধবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সি দেখিয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের নতুন এই জার্সির বিশেষত্ব অন্য জায়গায়। এই জার্সি পরিবেশবান্ধব। পরিবেশের কথা মাথায় রেখে নতুন জার্সি বানিয়েছে চেন্নাই।

[৪] নতুন এই জার্সিতে পলিয়েস্টার সুতা (কৃত্রিম সুতা) ব্যবহার করায় তা ৯০ শতাংশ কম পানি শুষে নিবে। প্রতি জার্সি উৎপাদনে ২৭০ গ্রাম করে কার্বন নির্গমন কমেছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে চেন্নাই। ভারতীয় ক্রিকেটে প্লাস্টিক প্রক্রিয়াজাত করে জার্সি বানানোর নজির এই প্রথম নয়। ভারতের জাতীয় দলের জার্সিও এর আগে এভাবে বানানো হয়েছে। ২০১৭ সালের জার্সিতে ব্যবহার করা হয়েছিল পলিইথিলিন (পিইটি) বোতল। এগুলো প্রক্রিয়াজাত করে জার্সির সুতায় ব্যবহার করা হয়।

[৫] চেন্নাইয়ের নতুন এই জার্সিতে কাঁধের ওপর জলপাই রঙের ছাপটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে। অধিনায়ক ধোনি নিজেই ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল। জার্সিতে চেন্নাইয়ের চিরায়ত হলুদ রঙের আধিক্য রয়েছে। আইপিএল শুরুর পর এই প্রথম জার্সির নকশায় পরিবর্তন এনেছে চেন্নাই। ভারতের ই-কমার্স ফ্যাশন প্রতিষ্ঠান ‘মন্ত্র’ এ জার্সির স্পনসর। - জি নিউজ/ সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়