অপূর্ব চৌধুরী: [২] জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অবস্থিত ভাস্কর্যের সামনে এ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
[৩] এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
[৪] এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।