শিরোনাম
◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

ইসমাঈল ইমু: [২] মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২২ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ৩৭ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর ১৩ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

[৩] বাংলাদেশ সেনাবাহিনীর ২২ জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- অনারারী লেফটেন্যান্ট (ডিএমটি) মো. আকতার হোসেন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ডিএসভি) থোয়াই অংগ্য চাক্, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. হান্নান মিয়া, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মুন্সী নূরুল ইসলাম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ আলী হাং, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আব্দুল আউয়াল, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. চাঁন মিয়া, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (ব্যান্ডসম্যান) জিল্লাল শিকদার, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. মফিজুল ইসলাম মজুমদার, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. মনির হোসেন শেখ, বীর; অনারারী লেফটেন্যান্ট (করণিক) আবুল কালাম আজাদ, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. বকুল হোসেন, বীর; অনারারী লেফটেন্যান্ট (এমটি) মোহাম্মদ কবীর হোসেন, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. আব্দুল মজিদ, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (এসএমটি) মো. মোসলেম জাহাংগীর মাসুদ, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (এএ ভেহিক্যাল) মল্লিক আব্দুর রহমান, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. আতিয়ার রহমান, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. জমায়েত আলী খান, সিএমপি; অনারারী লেফটেন্যান্ট আ. হান্নান সেখ, এইসি; অনারারী লেফটেন্যান্ট (এমএ) মো. ইকবাল হোসেন মিঞা, এএমসি।

[৪] সেনাবাহিনীর ৩৭জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাইভার) মো. আনিছুর রহমান, আর্মার্ড; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার), মো. মনিরুজ্জামান, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ), মো. জাহিদুল ইসলাম মোল্লা, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ), মোহাম্মদ আলমগীর হোসাইন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. জামাল উদ্দিন ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওইপি), মো. রেজাউন্নবী চৌধুরী, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক), মুহাম্মদ আমিনুল হক, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার), মো. মহসীন আলম, এসইউপি, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার), মো. মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএসভি), মোহাম্মদ নিজাম উদ্দিন ভূইয়া, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস), মো. 'আদুল জলিল হাওলাদার, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস), মো. গোলাম কিবরিয়া, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. আবদুল কাদের মিঞা, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. জামাল উদ্দিন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), জগদানন্দ বড়ুয়া, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক), মো. নুরুন্নবী, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. কামিরুল ইসলাম,বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শফিউল আলম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. নজরুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. রেজাউল করিম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. আব্দুল মালেক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি), মো. ইয়াছিন আলী, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এটি), মো. আমজাদ হোসেন, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এ্যান্সিলারি), মো. সাইদ হোসেন, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (টিএসএ), মো. বাবলু মিঞা, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএ ভেহিক্যাল) মো. শফিকুল ইসলাম ফকির, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (টিএসএ) মো. হাচিবুর রহমান, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএ ভেহিক্যাল) মো. আবুল কাশেম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএ ভেহিক্যাল) মো. আব্দুস সালাম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) আতিয়ার রহমান, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. মিজানুর রহমান, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএ ভেহিক্যাল) নিজাম উল আহসান হাবিব মিয়া, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো. এনামুল হক, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার, মো. আ. বাতেন খান, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিটি) মো. নুর নবী মন্ডল, এডিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো. আখতারুজ্জামান, এএমসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আব্দুল মান্নান মোল্লা, এএমসি।

[৫] বাংলাদেশ নৌবাহিনীর ১৩জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন- শেখ মোহাম্মদ কুদ্দুসুর রহমান, এমসিপিও (ও/ই); মোহাম্মদ রফিকুল ইসলাম, এমসিপিও (রেগ); মোহাম্মদ আবুবকর সিদ্দিক প্রামানিক, এমসিপিও (ই); দেওয়ান শেখ শহীদুল হক, এমসিপিও (এক্স) (জিএ-১); মোহা. তাশেরুল হক, এমসিপিও (এল); মোহাম্মদ হারুন অর রশিদ মৃধা, এমসিপিও (কম); মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, এমসিপিও (ই); মোহাম্মদ এনামউল হক, এমসিপিও (এক্স) (এফসি-১), (এনইউপি); মোহাম্মদ রাশিদুল ইসলাম, এমসিপিও (আর), (এনপিপি); মোহাম্মদ তাহের মিয়া, এমসিপিও (এক্স) (কিউএ-১); বিএম মনিরুল ইসলাম, এমসিপিও (এস); মোহাম্মদ আব্দুর রেজ্জাক খান, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ ফজল হক, এমসিপিও (এক্স) (সিডি-১), এনজিপি।

[৬] সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন শুক্রবার থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

[৭] বৃহস্পতিবার আইএসপিআর’র সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়