মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রান হারালো শাকিল (২২) নামের এক যুবক । ঘটনাটি ঘটেছে উপজেলার বড় আখিড়া জনৈক পরিতোষ কুমারের পুকুরে।
[৩] নিহতের পরিবার জানায়, পরিতোষ তার নিজস্ব পুকুরে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পুকুর শুকিয়ে মাছ ধরছিল।
[৪] বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শাকিল অন্যান্য ছেলেদের সাাথে সে নিজেও ঐ পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। সম্পাদনা: সাদেক আলী