আরিফ জেবতিক, ফেসবুক থেকে, ২৯ বছর বয়সি 'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেফতার হওয়ার চেষ্টা করছিলেন বলে মনে হয়। প্রাণপনে তিনি কড়া কড়া বক্তৃতা করছিলেন। আজ সম্ভবত তারে না চিনে, মাদ্রাসার ছাত্র মনে করে আটক করে ফেলেছে।
গ্রেফতারের পর এখন তার ওয়াজের রেট ডাবল হয়ে যাবে।
সবার জন্য উইন উইন সিচুয়েশন।