শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দরকিল্লা এলাকায় ছিনতাইকারী ও চোরাই স্বর্ণ ক্রেতা সহ দুইজন গ্রেপ্তার

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় এক মহিলা রিকশাযাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাই করার অপরাধে ০২ জনকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২৪ মার্চ) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ইন্দিরা ধর (৩৭) নামে একজন গৃহিনী হাজারী গলি থেকে কিছু কেনাকাটা শেষে একটি রিক্সা করে বাসায় যাওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৭.১৫ এর সময় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় সংলগ্ন  সিটি ব্যাংকের সামনে ছিনতাইকারী রিক্সার পেছনে উঠে  ইন্দিরা ধর (৩৭) এর গলায় থাকা ০৮ আনা ০৫ রত্তি ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে আন্দরকিল্লা মসজিদ রোডের দিকে দ্রুত পালিয়ে যায়।

তিনি থানায় এজাহার করলে ২৩/০৩/২০২১ইং, ধারা-৩৯২ দঃ বিঃ রুজু হওয়ার পর ছিনতাইকারী গ্রেপ্তারে এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ধর্মেন্দু দাশ, এএসআই অনুপ কুমার বিশ্বাস অভিযানে নামে এবং রাতেই ছিনতাইকারী ও ছিনতাইকৃত স্বর্ণের চেইন ক্রয় করার অপরাধে অপর একজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতেই সঙ্গীয় অফিসারদের সহায়তায় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় হতে ছিনতাইকারী আসামী মোঃ আলাউদ্দিন (২২), পিতা-মোঃ সামশুল হক, মাতা-রোশনারা বেগমকে আটক করা হয়।  সে কাজীর দেউরী, বিএনপি পার্টি অফিসের পাশে এলাকায় বসবাস করে।

জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইন হাজারী গলিতে বিক্রয় করেছে বলে জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০.৪৫ এর সময় নগরের হাজারী গলিস্থ নিউ মুক্তা জুয়েলার্স নামক দোকান হতে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয় করার অপরাধে সুবল মহাজন (৩৫), পিতা-হারাধন মহাজনকে গ্রেপ্তার করা হয়। সে হাজারী লেইন এনডিসি আতিবা অর্কিড প্লাজা, ফ্ল্যাট নং-৯-বি, এর বাসিন্দা, থানা সূত্রে জানা যায়, ধৃত  আসামী মোঃ আলাউদ্দিন (২২) এর বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় দঃ বিঃ আইনের ৩৯২ ধারা, দ্রুত বিচার আইনের ০১টি, অস্ত্র আইনের ০১টি সহ মাদকদ্রব্য আইনের ০২টি মামলা সহ সর্বমোট ০৫টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়