শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দরকিল্লা এলাকায় ছিনতাইকারী ও চোরাই স্বর্ণ ক্রেতা সহ দুইজন গ্রেপ্তার

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় এক মহিলা রিকশাযাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাই করার অপরাধে ০২ জনকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২৪ মার্চ) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ইন্দিরা ধর (৩৭) নামে একজন গৃহিনী হাজারী গলি থেকে কিছু কেনাকাটা শেষে একটি রিক্সা করে বাসায় যাওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৭.১৫ এর সময় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় সংলগ্ন  সিটি ব্যাংকের সামনে ছিনতাইকারী রিক্সার পেছনে উঠে  ইন্দিরা ধর (৩৭) এর গলায় থাকা ০৮ আনা ০৫ রত্তি ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে আন্দরকিল্লা মসজিদ রোডের দিকে দ্রুত পালিয়ে যায়।

তিনি থানায় এজাহার করলে ২৩/০৩/২০২১ইং, ধারা-৩৯২ দঃ বিঃ রুজু হওয়ার পর ছিনতাইকারী গ্রেপ্তারে এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ধর্মেন্দু দাশ, এএসআই অনুপ কুমার বিশ্বাস অভিযানে নামে এবং রাতেই ছিনতাইকারী ও ছিনতাইকৃত স্বর্ণের চেইন ক্রয় করার অপরাধে অপর একজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতেই সঙ্গীয় অফিসারদের সহায়তায় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় হতে ছিনতাইকারী আসামী মোঃ আলাউদ্দিন (২২), পিতা-মোঃ সামশুল হক, মাতা-রোশনারা বেগমকে আটক করা হয়।  সে কাজীর দেউরী, বিএনপি পার্টি অফিসের পাশে এলাকায় বসবাস করে।

জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইন হাজারী গলিতে বিক্রয় করেছে বলে জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০.৪৫ এর সময় নগরের হাজারী গলিস্থ নিউ মুক্তা জুয়েলার্স নামক দোকান হতে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয় করার অপরাধে সুবল মহাজন (৩৫), পিতা-হারাধন মহাজনকে গ্রেপ্তার করা হয়। সে হাজারী লেইন এনডিসি আতিবা অর্কিড প্লাজা, ফ্ল্যাট নং-৯-বি, এর বাসিন্দা, থানা সূত্রে জানা যায়, ধৃত  আসামী মোঃ আলাউদ্দিন (২২) এর বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় দঃ বিঃ আইনের ৩৯২ ধারা, দ্রুত বিচার আইনের ০১টি, অস্ত্র আইনের ০১টি সহ মাদকদ্রব্য আইনের ০২টি মামলা সহ সর্বমোট ০৫টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়