শাহীন খন্দকার, সারোয়ার জাহান: [২] দেশে বুধবার করোনাভাইরাসে আরও সংক্রমিত ৩ হাজার ৫৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেছেন।
[৩] এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।
[৪] দেশের ২২১ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় সমুনা সংগ্রহ ২৭ হাজার ৬৮৩ জনের আর ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জনের।
[৫] সরকারি ব্যবস্থাপনায় ৩৪ লাখ ৮৭ হাজার ৬৮৬। বেসরকারি ব্যবস্থাপনায় ১০ লাখ ৭৩ হাজার ৪৩০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ, সুস্থ্যতা ৯০ দশমিক৮৯ শতাংশ, মৃত্যু ১দশমিক ৫১।
[৬] গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ২৫ জন মারাগেছেন। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে মারাগেছেন ১৮ জন, চট্টগ্রম বিভাগে ৩জন, রাজশাহীতে ১জন, সিলেটে ১জন, বরিশালে ১জন, রংপুরে ১জন।
[৭] বয়সভিত্তিক বিশ্লেষণে মৃত ২৫ জনের মধ্যে ৪১ থেকে ৫০ মধ্যে ২জন, পঞ্চাশোর্ধ্ব ৯জন ও ষাটোর্ধ্ব ১৪ জন।