শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫ জনের

শাহীন খন্দকার, সারোয়ার জাহান: [২] দেশে বুধবার করোনাভাইরাসে আরও সংক্রমিত ৩ হাজার ৫৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেছেন।

[৩] এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

[৪] দেশের ২২১ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় সমুনা সংগ্রহ ২৭ হাজার ৬৮৩ জনের আর ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জনের।

[৫] সরকারি ব্যবস্থাপনায় ৩৪ লাখ ৮৭ হাজার ৬৮৬। বেসরকারি ব্যবস্থাপনায় ১০ লাখ ৭৩ হাজার ৪৩০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ, সুস্থ্যতা ৯০ দশমিক৮৯ শতাংশ, মৃত্যু ১দশমিক ৫১।

[৬] গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ২৫ জন মারাগেছেন। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে মারাগেছেন ১৮ জন, চট্টগ্রম বিভাগে ৩জন, রাজশাহীতে ১জন, সিলেটে ১জন, বরিশালে ১জন, রংপুরে ১জন।

[৭] বয়সভিত্তিক বিশ্লেষণে মৃত ২৫ জনের মধ্যে ৪১ থেকে ৫০ মধ্যে ২জন, পঞ্চাশোর্ধ্ব ৯জন ও ষাটোর্ধ্ব ১৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়