শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটকয়েন কি দুনিয়াকে গিলে খাবে

রাশিদ রিয়াজ : ফের ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্যস্ফীতিতে রেকর্ড দর উঠেছে ৬০ হাজার ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয়। শনিবার বিটকয়েনের দর ৫.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেনে ৬০ হাজার ১০৪ ডলারে ওঠে। কয়েনমার্কেটক্যাপ জানিয়েছে একই দিন ২০টি বিটকয়েনের লেনদেনে এর মূল্যস্ফীতি এত উপরে উঠে যায়। ফলে বিটকয়েন এখন বিশে^র সবচেয়ে দাবি ডিজিটাল এ্যাসেট যার মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। সর্বশেষ এ দর ৬০ হাজার ২শ ডলার স্থির রয়েছে। যুক্তরাষ্ট্রে কোভিড সহায়তা প্যাকেজ হিসেবে ১.৯ ট্রিলিয়ন ডলারের চেক দেওয়া শুরু হওয়ার পর বিটকয়েনের দাম বেড়ে যায়। বাজার বিশ্লেষকরা বলছেন অনেক মার্কিন নাগরিক কোভিড সহায়তার অর্থ বিটকয়েনে বিনিয়োগ করছেন। গত মঙ্গলবার দ্বিতীয়বারের মত বিটকয়েনের বাজার মূলধন ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত ফেব্রুয়ারিতে বিটকয়েনের মূল্য বেশ কয়েক হাজার ডলার কমে যায়। তখন অনেকে বলেছিল বিটকয়েনের মূল্য সংশোধিত হচ্ছে।

এদিকে বিশ্বের সব ইন্টারনেট জায়ান্ট কোম্পানিগুলোর চেয়ে বিটকয়েন একাই বেশি বিদ্যুৎ ব্যবহার করছে। যদিও বিটকয়েনকে কম্পিউটারের তৈরি অদৃশ্য মুদ্রা বা ‘মূল্যহীন’ মুদ্রা বলে অনেকে মনে করছেন। গত সপ্তাহে বিল গেটস বলেন বিটকয়েন সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করছে। ক্রেতা-বিক্রেতারা বিটকয়েনের ধান্ধায় কম্পিউটার অন্য কোনো মেথডের চেয়ে বেশি ব্যবহার করছে ফলে তা প্রচুর বিদ্যুৎ খরচ হওয়ার কারণ দাঁড়িয়েছে। প্রতিদিন বিটকয়েনের দর খোঁজ নিতে যেয়ে কম্পিউটার ব্যবহারে বিদ্যুৎ খরচ গত দোসরা মার্চ দাঁড়ায় ১৩০ টেরাওয়াট আওয়ার। শুধু সব ইন্টারনেট কোম্পানি নয় নিউজিল্যান্ড, আর্জেন্টিনায় প্রতিদিন যে পরিমান বিদ্যুৎ খরচ হয় একই পরিমান বিদ্যুৎ খরচ হয় বিটকয়েন লেনদেনে। শক্তিশালী কম্পিউটারগুলো প্রতিদিন বিটকয়েন সম্পর্কে তথ্য আদান প্রদান করে। অথচ মার্কিন শীর্ষ উদ্যোক্তা ওয়ারেন বাফেট এখনো মনে করেন বিটকয়েন মূল্যহীন। বিল গেটস বিটকয়েন পরিবেশের জন্যে হুমকি বলেও মন্তব্য করেছেন। নিউ ইয়র্ক টাইমসকে বিল বলেন বিটকয়েন যে পরিমান বিদ্যুৎ খরচ করছে তা অন্য যেকোনো মানব কল্যাণে বিদ্যুৎ ব্যয়ের চেয়ে বেশি। এটি কোনো পরিবেশবান্ধব জিনিস নয়। কারণ এধরনের ক্রিপ্টোকারেন্সিগুলো উচ্চ শক্তি চালিত কম্পিউটারগুলোর সাহায্যে ধারাবাহিকভাবে বিভিন্ন লেনদেনের হিসাব বের করতে ব্যবহার হয়। কম্পিউটার বিশেষজ্ঞ মেমো অ্যাকটেন বলেন ক্রিপ্টোকারেন্সির ডাটা সেন্টারে এত বিশাল হিসাব নিকাশ করতে হয় যা আদতে এলোমেলো সংখ্যা তৈরি করা ছাড়া আর কিছুই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়