শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ে বুধবার থেকে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন

ডেস্ক রিপোর্ট : প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে সীমিত আকারে দর্শনার্থী পাস চালু হচ্ছে। সোমবার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই শিথিল হয়েছে এবং সচিবালয়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আগামী ১৭ মে থেকে সব বিশ্ববিদ্যালয় ও ৩১ মার্চ থেকে স্কুল-কলেজগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গত ১৫ থেকে ২০ দিনের রিপোর্ট অনুযায়ী দেখা যায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় সার্বিক বিবেচনা করে সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের জন্য দৈনিক তিনটি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবদের জন্য দৈনিক ১০টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবদের জন্য দৈনিক পাঁচটি করে আগামী ১০ মার্চ (বুধবার) থেকে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একান্ত প্রয়োজন ছাড়া দর্শনার্থীদের পাস না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছিল।

সেখানে বলা হয়েছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সংক্রমণ বাড়তে থাকলে ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেওয়া হয় পাস ইস্যু। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়