শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ে বুধবার থেকে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন

ডেস্ক রিপোর্ট : প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে সীমিত আকারে দর্শনার্থী পাস চালু হচ্ছে। সোমবার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই শিথিল হয়েছে এবং সচিবালয়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আগামী ১৭ মে থেকে সব বিশ্ববিদ্যালয় ও ৩১ মার্চ থেকে স্কুল-কলেজগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গত ১৫ থেকে ২০ দিনের রিপোর্ট অনুযায়ী দেখা যায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় সার্বিক বিবেচনা করে সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের জন্য দৈনিক তিনটি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবদের জন্য দৈনিক ১০টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবদের জন্য দৈনিক পাঁচটি করে আগামী ১০ মার্চ (বুধবার) থেকে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একান্ত প্রয়োজন ছাড়া দর্শনার্থীদের পাস না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছিল।

সেখানে বলা হয়েছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সংক্রমণ বাড়তে থাকলে ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেওয়া হয় পাস ইস্যু। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়