শিরোনাম
◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট জৈন্তাপুরে পিকআপ ভর্তি ১,১২২ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার

সিলেট প্রতিনিধি : [২]  জেলার জৈন্তাপুরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা পিকাপ ভর্তি ভারতীয় চা পাতাসহ এক চোরাকারবারি-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ মার্চ) রাত ০৮.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম জৈন্তাপুর থানাধীন লালাখাল সীমান্তবর্তী বারগাতি এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডিআই পিকাপ তল্লাশী করে চোরাচালানের মাধ্যমে আসা ২৯ বস্তায় মোট ১১২২ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে।

[৩] উদ্ধারকৃত চোরাচালানের আনুমানিক বাজার মূল্য ৩,৩৬,০০০/- (তিন লাখ ছত্রিশ হাজার) টাকা। এসময় চোরাকারবারের সাথে জড়িত একজনকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃত ফখরুল ইসলাম (২৪) জৈন্তাপুর থানাধীন বাঘেরখাল দলইপাড়া সাকিনের মাহমুদ আলীর ছেলে। গ্রেফতারকৃত ফখরুলসহ একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময় শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতীয় চা পাতা বাংলাদেশে এনে দেশের বিভিন্ন প্রান্তে চড়া মূল্যে বিক্রি করে থাকে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দেশীয় চা শিল্প ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে।

[৪] এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই/নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে ডিবি। এরই ধারাবাহিকতায় চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় চা পাতাসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি। চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়