আখিরুজ্জামান সোহান: [২] বিবিসি জানয়, শনিবার সিনেট ভবনে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাশ হয়। ৫০টি ভোটের মধ্যে বিলটির পক্ষে ভোট দেন ৪৯ জন সিনেট সদস্য, বাকি ১ জন রিপাবলিকান সিনেটর অনুপস্থিত ছিলেন। বিলটি আগামী মঙ্গলবার হাউস অব রিপ্রেজেনটেটিভে পেশ করা হবে, যেখানে এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
[৩] মার্কিন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই জরুরী সহায়তা প্যাকেজের বিল পাশের ঘটনাকে বাইডেন প্রশাসনের বৃহৎ জয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট সদস্যরা। তবে এই উচ্চ ব্যয়বহুল প্যাকেজের তীব্র সমালোচনা করেছেন কয়েকজন রিপাবলিকান। দ্য গার্ডিয়ান
[৪] হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি আগামী ১৪ মার্চের মধ্যে ডেমোক্র্যাটদের এই পদক্ষেপটি অনুমোদন প্রত্যাশা করছেন। এর মধ্যে পদক্ষেপটি কার্যকর না হলে কয়েক মিলিয়ন আমেরিকানের বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে।
[৫] এর আঘে দীর্ঘ আলোচনার পর বেকার ভাতা প্রতি সপ্তাহে ৪০০ থেকে ৩০০ ডলার করার পরিকল্পনা অনুমোদন দেয় সিনেট। পাশাপাশি এই সুবিধা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনাও গৃহীত হয়। নিউজ ডায়েরি
[৬] গত এক শতাব্দীর মধ্যে জনস্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র । করোনাকালে অন্তত ৫ লক্ষ ২৩ হাজার মার্কিনী প্রাণ হারিয়েছে। এছাড়াও করোনা শনাক্তের পরিমাণ প্রায় ২৯ মিলিয়ন। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার প্রায় ৬.২ শতাংশ । সম্পাদনা: সালেহ্ বিপ্লব