সালেহ্ বিপ্লব: [২] ইন্দো-প্যাসিফিক দেশগুলোতে সফরের অংশ হিসেবে দিল্লি আসছেন অস্টিন। জো বাইডেন ক্ষমতায় আসার পর তার প্রশাসনের উচ্চপদস্থ কারো এটিই প্রথম ভারত সফর। ইয়ন
[৩] মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য এই সফরে অস্টিনের মূল কর্মসূচি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে সাক্ষাৎ। এ মাসেই অনুষ্ঠিতব্য কোয়াড (QUAD) দেশগুলোর ভার্চুয়াল সম্মেলন নিয়ে কথা বলবেন দুজনে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে গত মাসেও তাদের বৈঠক হয়েছে। হিন্দুস্তান টাইমস
[৪] কোয়াড হচ্ছে চার দেশের একটি নিরাপত্তা বিষয়ক সংলাপ। যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও এতে রয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। কোয়াড প্রতিষ্ঠার পর এই প্রথম শীর্ষনেতারা বৈঠকে বসতে যাচ্ছেন। এতে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা।
[৫] কোয়াড ২০০৭ সালে গঠন করা হলেও নিরাপত্তা বিষয়ক সংলাপে খুব একটা অগ্রগতি হয়নি। দীর্ঘদিন স্থবির থাকার পর ২০১৭ সালে ফের নতুন করে যাত্রা শুরু করে এই উদ্যোগ।
[৬] একদিন আগে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, অবশেষে শীর্ষ চার নেতার বৈঠক হতে যাচ্ছে এ মাসের দ্বিতীয়রার্ধে। এ নিয়ে অন্য তিনজনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
[৭] বৈঠকটি আয়োজনের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকের প্রস্তুতি এবং আলোচনার বিষয়াদি নিয়ে কথা বলতেই লয়েড অস্টিন ভারত সফর করবেন।