শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসবায় বিএনপি নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নে বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বায়েক কৈখলা রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

১০ নং বায়েক ইউনিয়ন নবগঠিত কমিটির আহবায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কসবা উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুল হক স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সম্মানীত সদস্য এম এ সালাম।

বায়েক ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম কানু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন; কসবা পৌর বিএনপি’র আহবায়ক সালাউদ্দিন শাহীন, উপজেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম ছোটন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, পৌর যুবদল নেতা রাকিব মিয়া ও কসবা টি.আলী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব তন্ময় সরকার। এসময় বিএনপি, যুবদল, ছাএদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির কসবা উপজেলা শাখার আহবায়ক এ্যাড: ফখর উদ্দিন আহমেদ খান ও সদস্য সচিব শরীফুল হক স্বপন গত (০৪-০৩/২০২১) ইং তারিখে  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেন। মো: নাজমুল হাসানকে আহবায়ক ও  মো: রফিকুল ইসলাম (কানু) কে  সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক  কমিটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়