শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা থাকে, সমঝোতা ও আলোচনার মাধ্যমে সেটা সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার ঢাকা সফরর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করে কোভিড-১৯ সংকটে ভ্যাকসিন প্রদান করেবাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারত সরকারকে ধন্যবাদ দেন।

[৩] প্রধানমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।

[৪] তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় ফলে এই ভাইরাস মোকাবিলা করা সম্ভব হয়েছে ।

[৫] শেখ হাসিনা বলেন, মহামারীর শুরুর দিকেই বিদেশে থাকা প্রবাসীদের ফিরিয়ে এনে পুনর্বাসন ও প্রনোদনার ব্যবস্থা করা হয়েছে।

[৬] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চলমান বৈশ্বিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পরেও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

[৭] মহামারীর এই সময়ে মধ্যেও দেশে রেমিটেন্সের প্রবাহও বেড়েছে।

[৮] খাদ্য সংকট যেন দেখা না দেয় এজন্য কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

[৯] এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর তার বাবার লিখা বই ‘লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’ শেখ হাসিনার হাতে তুলে দেন।

[১০] তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অনেক বড় অর্জন।

[১১] করোনা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়