শিরোনাম
◈ শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, কো‌নো প‌রিবর্তন নেই ◈ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ◈ হংকং সিক্সেস ক্রিকেট খেলবে বাংলাদেশ, অ‌ধিনায়ক আকবর ◈ ব‌্যাটাররা ভা‌লো ক‌রে‌নি ব‌লে বোলারদের ‘সরি’ বললেন লিটন দাস ◈ যমুনার ভাঙনে বিলীন হচ্ছে মন্নিয়ার চর: শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিতে ◈ রাতে বন্ধ থাকার পর সকাল থেকে স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল ◈ জলবায়ু পরিবর্তনে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি: এক বছরে বাংলাদেশের ক্ষতি ২৪ বিলিয়ন ডলার ◈ রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার ◈ পণ্যমূল্যে বড় পতন আসছে: ২০২৬ সালে ছয় বছরের সর্বনিম্নে নামবে দাম ◈ লরার ১৬৯ রানের রেকর্ড, ইংল‌্যান্ড‌কে হা‌রি‌য়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় কীটনাশক দিয়ে হাঁস মারার অভিযোগ

নুর-নবী সরকার: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কীটনাশক দিয়ে ৩০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসেদুল ইসলাম।

বুধবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার সিঙ্গিমারী বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত বয়েজ উদ্দিনের পূত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রফিকুল ইসলাম কাউকে না জানিয়ে তার ধান ক্ষেতে কীটনাশন স্প্রে করে। এরপর ওই এলাকার মাসেদুল ইসলাম ও হালিমা বেগমের ৩০ টি হাঁস ওই ধান ক্ষেতে গিয়ে খাবার খেলে হাঁসগুলো ধানক্ষেতেই মারা যায়। এরপর হাঁস মরার কথা রফিকুলকে জানাইলে সে উল্টো মাসেদুল ও হালিমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়।

ভুক্তভোগী মাসেদুল ইসলাম বলেন, ওই হাঁসগুলো আগে থেকেই উক্ত ধান ক্ষেত ও আশপাশের জায়গাগুলো খাবার খেত। রফিকুল ইসলাম ইচ্ছে করেই কাউকে না জানিয়ে ধান ক্ষেতে কীটনাশন দেয়। যাতে হাঁসগুলো খাবার খেতে গেলে মারা যায়। আমি এর উপযুক্ত বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়